আঞ্জুমান কমপ্লেক্সে মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের জরুরি মতবিনিময় সভা

9

১৪ অক্টোবর বেলা ২টায় সিলেট নগরীর ২৭ নং ওয়ার্ড আঞ্জুমান কমপ্লেক্স মাদরাসায় মাদরাসা কর্তৃপক্ষ, স্থানীয় মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গের মধ্যকার চলমান পরিস্থিতিকে সামনে রেখে এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আঞ্জুমান সাধারণ সম্পাদক ও জামিয়া তা’লীমুল কুরআন গোটাটিকর (ষাটঘর) মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ইমদাদুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেট সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও বর্তমান কাউন্সিলর মোঃ আজম খান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ২৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছয়েফ খান, শিববাড়ী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও এ্যাসিসটেন্ট পাবলিক প্রসিকিউটর এডভোকেট বিপ্লব কান্তি দে মাধব, বিশিষ্ট সমাজসেবক আব্দুল কাদির, তারেক আহমদ, রক্ষাকালী বাড়ী মন্দির পরিচালানা কমিটির সভাপতি এড. মলয় কান্তি পাল শামু, ষাটঘর প্রতিভা সমাজকল্যাণ সংঘের সাংগঠনিক সম্পাদক শুভরাজ হাসান শুভ, মহামায়া সার্বজনীন পূজা কমিটির সাবেক সভাপতি যশোদা দেব যশু, মহামায়া সার্বজনীন পূজা কমিটির বর্তমান সভাপতি পিনাক কর, মা আনন্দময়ী সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক জনি দাশগুপ্ত, সীতারাম সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক উজ্জল রঞ্জন চন্দ, নান্টু কুমার ঘোষ, সুব্রত দে সুমিত প্রমুখ। বিজ্ঞপ্তি