৪ বছর পর জেলা ও মহানগর ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা ॥ প্রত্যাখ্যান করে বিক্ষোভ, সড়ক অবরোধ, বাসায় হামলা

2

স্টাফ রিপোর্টার :
প্রায় ৪ বছর কমিটিহীন থাকার পর অবশেষে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য জেলা ও মহানগর কমিটি অনুমোদন দেন।
এদিকে কমিটি ঘোষণার পর পরই সিলেট জেলা ছাত্রলীগের কমিটি প্রত্যাখ্যান করে একাংশের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে রাস্তা অবরোধ করতে থাকে। পরে তাদের মিছিলে বাধা দেয় পুলিশ।
সিলেট জেলা ছাত্রলীগের নতুন সভাপতি মো. নাজমুল ইসলাম আর সাধারণ সম্পাদক হয়েছেন রাহেল সিরাজ। অপরদিকে সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক হয়েছেন নাঈম হাসান। জেলা ছাত্রলীগের নতুন সভাপতি নাজমুল ইসলাম ও মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান নতুন কমিটি গঠনের তথ্য নিশ্চিত করেছেন।
দ্রুততম সময়ের মধ্যে তাদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন এই দুই

দীর্ঘ চার বছর পর ঘোষিত জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগের তেলিহাওর গ্রুপ।

সভাপতি। দীর্ঘদিন ধরেই সিলেটে কমিটিহীন ছিলো ছাত্রলীগ। ফলে সংগঠনটিতে দেখা দিয়েছিলো বিশৃঙ্খলা ও স্থবিরতা। জেলা ছাত্রলীগের সবশেষ কমিটি গঠন করা হয়েছিল ২০১৪ সালে। নানা বিতর্ক ও অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০১৭ সালের অক্টোবরে এ কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় নেতৃত্ব। আর ২০১৫ সালে সবশেষ সিলেট মহানগর ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছিল। জেলা কমিটির মতোই মহানগর কমিটিও নানা অভিযোগে ২০১৮ সালের অক্টোবরে বিলুপ্ত করা হয়। এরপর বিভিন্ন সময়ে একাধিকবার উদ্যোগ নিয়েও ছাত্রলীগের এই দুই ইউনিটের নতুন কমিটি গঠন করা সম্ভব হয়নি। এতে হতাশা দেখা দিয়েছিলো সংগঠনটির পদ প্রত্যাশীদের মধ্যে। নতুন কমিটি গঠনের মধ্যে দিয়ে স্থবিরতা কাটিয়ে সিলেটে ফের চাঙ্গা হয়ে উঠবে ছাত্রলীগের এমন প্রত্যাশা কর্মীদের।
কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ, রাস্তা অবরোধ: কমিটি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই সিলেট জেলা ছাত্রলীগের কমিটি প্রত্যাখ্যান করে মিছিল করেছে দলের একাংশের নেতাকর্মীরা। মিছিল থেকে তারা কেন্দ্রের বিরুদ্ধে টাকার বিনিময়ে কমিটির শীর্ষ পদ বিক্রির অভিযোগ করেন। মিছিল থেকে তারা জেলা ছাত্রলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাহেল সিরাজের নাম ধরে কটুক্তিমূলক নানা শ্লোগান দেন।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে কেন্দ্র থেকে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে টিলাগড় গ্রুপের নাজমুল আলম ও সাধারণ সম্পাদক হিসেবে তেলিহাওর গ্রুপের রাহেল সিরাজের নাম ঘোষণা করা হয়। এছাড়া মহানগর ছাত্রলীগের সভাপতি হিসেবে দর্শনদেউড়ি গ্রুপের কিশওয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক হিসেবে কাশ্মির গ্রুপের নাঈম আহমদের নাম ঘোষণা হয়। আর কেন্দ্রীয় সদস্য হিসেবে ঘোষণা করা হয় ৬ জনের নাম।
তারা হচ্ছেন- জাওয়াদ ইবনে জাহিদ খান, বিপ্লব কান্তি দাস, মুহিবুর রহমান মুহিব, কনক পাল অরূপ, হোসাইন মোহাম্মদ সাগর ও সঞ্জয় পাশী জয়। এই কমিটি ঘোষণার পর ছাত্রলীগের একাংশের মধ্যে চরম ক্ষোভ দেখা দেয়। তেলিহাওর গ্রুপের রাহেল সিরাজ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ পেলেও গ্রুপের অভ্যন্তরে অসন্তোষ চরমে পৌঁছায়। তেলিহাওর গ্রুপের বড় অংশের নেতাকর্মীরা রাহেল সিরাজের পরিবর্তে সাধারণ সম্পাদক হিসেবে চেয়েছিলেন জাওয়াদ ইবনে জাহিদ খানকে। কিন্তু জাওয়াদকে সাধারণ সম্পাদক না করে কেন্দ্রীয় সদস্য করায় গ্রুপটির নেতাকর্মীরা বিকেল ৪টায় তেলিহাওর থেকে বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিলটি নগরীর জিন্দাবাজার আল-হামরা মার্কেটের সামনে আসলে পুলিশ মিছিলকারীদের বাধা দেয়। পুলিশী বাধা উপেক্ষা করে মিছিলটি সামনে অগ্রসর হয়। চৌহাট্টা পয়েন্টে গিয়ে বিক্ষোভকারী নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। কিছু সময় সড়ক অবরোধ শেষে ফিরে যান তারা।
রাহেল সিরাজের বাসায় হামলা : গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সিলেট জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক রাহেল সিরাজের আম্বরখানা বড়বাজারস্থ বাসায় হামলা হয়েছে। কমিটির জের ধরে ছাত্রলীগের তেলিহাওর গ্রুপের সাবেক ও বর্তমান একদল নেতাকর্মী এই হামলা করেছে বলে অভিযোগ করেছেন রাহেল সিরাজের ভাই গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রুমেল সিরাজ। রাহেল সিরাজ ও একই গ্রুপ করতেন। কিন্তু তেলিহাওর গ্রুপ থেকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ছিলেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাওয়াদ ইবনে জাহিদ খান। কিন্তু কমিটিতে রাহেল সিরাজ সাধারণ সম্পাদক হওয়ায় তাকে মেনে নিতে পারছেন না গ্রুপের শীর্ষ নেতাকর্মীরা। ফলে কমিটি প্রত্যাখ্যান করে মঙ্গলবার বিকেলে

জেলা ছাত্রলীগের কমিটি প্রত্যাখ্যান করে নগরীর চৌহাট্টায় টায়ার জ¦ালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে ছাত্রলীগের এক পক্ষ।

তেলিহাওর গ্রুপের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন।
রাহেল সিরাজের ভাই অভিযোগ করেন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরীয়ার আলম সামাদ, মহানগর শাখার সাবেক সহ সভাপতি সুজেল তালুকদার ও যুবলীগ নেতা দুলাল আহমদের নেতৃত্বে ১০-১৫টি মোটর সাইকেলে ৩০-৩৫ জন যুবক তার বাসায় হামলা চালান। এ সময় তাকে বাইরে পেয়ে তার উপরও হামলার চেষ্টা করা হয়। তিনি দৌঁড়ে বাসায় ঢুকে আত্মরক্ষা করেন। এরপর হামলাকারীরা বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে পালিয়ে যান। এদিকে খবর পেয়ে আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মফিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে জানতে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরীয়ার আলম সামাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সুজেল আহমদ তালুকদার হামলার ঘটনায় তার, সামাদ ও দুলাল আহমদের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, বিক্ষুব্দ কোন নেতাকর্মী হামলা করে থাকতে পারে। কারণ কমিটি ঘোষণার পর সিলেট ছাত্রলীগে ক্ষোভের আগুন জ্বলছে। এই ক্ষোভ থেকে কেউ হামলা করে থাকতে পারে।