বিশ^নাথে মাদক ও যুব সমাজ শীর্ষক সেমিনার

2

বিশ্বনাথ থেকে সংবাদদাতা :
বিশ্বনাথে সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ (পিএফজি) বিশ্বনাথ উপজেলা শাখার উদ্যোগে ‘মাদক ও আমাদের যুব সমাজ শীর্ষক’ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ অক্টোবর) উপজেলা বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার ওসি তদন্ত রমা প্রসাদ চক্রবর্তি।
বক্তব্যে তিনি বলেন, মাদক বর্তমানে আমাদের পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ভয়ঙ্করভাবে নাড়া দিয়েছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে পারিবারিক দায়িত্বটা বেশি। পরিবারকেই প্রথমে এগিয়ে আসতে হবে। পাশাপাশি সমাজ, রাষ্ট্রেরও দায়িত্ব রয়েছে।
পিএফজি বিশ্বনাথের পিস-এ্যাম্বাসেডর মোহাম্মদ আসাদুজামান আসাদের সভাপতিত্বে ও সমন্বয়কারী তজম্মুল আলী রাজু’র পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ সদর ইউনিয়ন চেয়ারম্যান মো. ছয়ফুল হক, পিএফজি বিশ্বনাথ উপজেলা সদস্য জালাল উদ্দিন, পিস-এ্যাম্বাসেডর আহমেদ নূর উদ্দিন, সদস্য আব্দুল মতিন, তরিকুল ইসলাম, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নবীন সোহেল, মুফতিরগাও প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বাবুল কান্তি দাশ মেঘল, দা হাঙ্গার প্রজেক্ট সিলেটের একাউন্ট অফিসার একে কুদরত পাশা।
সেমিনারে ব্যবসায়ী সমরেন্দ্র বৈদ্য, পিএফজি বিশ্বনাথ উপজেলা সদস্য আফিয়া বেগম, বেগম স্বপ্না শাহিন, রাছনা বেগম, মুফতিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোয়াজ্জেম আলী, আওয়ামী লীগ নেতা রুনু কান্ত দাশসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।