জালালাবাদ গ্যাসে শ্রমিককর্মী নিয়োগ অবিলম্বে কার্যকর করুন

1

জালালাবাদ গ্যাস এমপ্লয়ীজ ইউনিয়ন-২৫২০ (সিবিএ) এর সভাপতি মো. আব্দুর রহমান বলেছেন, শ্রমিক- কর্মচারিদের নিয়োগ অবিলম্বে কার্যকর করা না হলে কঠোর আন্দোলনে যেতে আমরা বাধ্য হবো। বর্তমান শ্রমিকবান্ধব সরকার, তাই অবিলম্বে আমাদের দাবি মেনে নিন।
রবিবার দুপুরে জালালাবাদ গ্যাস-কে কর্মচারি শূন্য করার অশুভ পাঁয়তারার বিরুদ্ধে কোম্পানির সকল কর্মচারিগণের সমন্বয়ে প্রতিবাদ সভায় জালালাবাদ গ্যাস এমপ্লয়ীজ ইউনিয়ন-২৫২০ (সিবিএ) এর কার্যালয়ে বক্তব্যে এ কথাগুলো বলেন।
সভায় বক্তব্য রাখেন- জালালাবাদ গ্যাস এমপ্লয়ীজ ইউনিয়ন-২৫২০ (সিবিএ) এর সভাপতি মো. আব্দুর রহমান, সিনিয়র সহ সভাপতি মো. বিল্লাল হোসেন, সহ সভাপতি মো. শাহনোয়াজ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম, সহ সাধারণ সম্পাদক পার্থ সারথী চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক মো. জবারক মিয়া, দপ্তর সম্পাদক মো. নাজিম উদ্দিন, প্রচার সম্পাদক মো. আইয়ুব আলী।
বক্তরা বলেন, পেট্রোবাংলার আওতাধীন সুন্দরবন গ্যাস কোম্পানির ন্যায় জালালাবাদ গ্যাস-কে কর্মচারি শূন্য করার ঘৃণ্য পাঁয়তারা অবিলম্বে বন্ধ করা এবং কর্মচারি পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের পর সকল পদে নিয়োগপত্র জারির বিষয়ে কর্তৃপক্ষ বরাবর আহবান জানান।
জালালাবাদ গ্যাস-কে কর্মচারি শূন্য করার অপপাঁয়তারা বন্ধ না করা হলে কর্মচারিদের নিয়ে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে মর্মে হুঁশিয়ারি প্রদান করেন। বিজ্ঞপ্তি