চূড়ান্ত হল আয়ারল্যান্ডের বিশ্বকাপ দল

4
12 June 2019; The Ireland players celebrate the loss of another wicket during the 2nd T20 Cricket International match between Ireland and Zimbabwe at Bready Cricket Club in Magheramason, Co. Tyrone. Photo by Oliver McVeigh/Sportsfile

স্পোর্টস ডেস্ক :
গেল মাসের ৯ তারিখ ১৮ সদস্যের প্রাথামিক দল ঘোষণা করেছিল ক্রিকেট আয়ারল্যান্ড। অ্যান্ড্রু বিলিবার্নিকে অধিনায়ক করে ঘোষিত দলে মূল স্কোয়াডের বাইরে রাখা হয়েছিল তিনজন। তবে মূল স্কোয়াডে কারা থাকছেন, তা তখন নিশ্চিত করেনি আইরিশ ক্রিকেট বোর্ড।
শুক্রবার প্রায় এক মাস পর আইসিসির বেধে দেওয়া সময়ের শেষ দিকে মূল দল ঘোষণা করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। আইরিশদের মূল স্কোয়াডে জায়গা হয়নি ব্যারি ম্যাককারথি, শেন গেটকাটে ও গ্রাহান কেনেডির। অবশ্য তারা রয়েছেন দলের ট্রাভেলিং রিজার্ভ হিসেবে। বিশ্বকাপে আইরিশদের কোচ হিসেবে থাকবেন গ্রাহাম ফোর্ড।
আইরিশ জাতীয় পুরুষ দলের প্রধান নির্বাচক অ্যান্ড্রু হোয়াইট ঘোষিত দল নিয়ে আশাবাদী। তিনি বলেছেন, ‘আমরা আমাদের ঘোষিত স্কোয়াডের নির্বাচিত খেলোয়াড়দের নিয়ে আত্মবিশ্বাসী। তাদের দক্ষতা এবং দৃঢ়তা আমাদের পরের রাউন্ডে যেতে সাহায্য করবে। কিন্তু আমরা যেমনটা চাই, সেটার লক্ষে সবার একত্রে পারফরম্যান্স করতে হবে। আমরা ফোর্ডি এবং ছেলেদের সামনের চ্যালেঞ্জের শুভ কামনা জানাচ্ছি। আমরা নিশ্চিত তারা আইরিশ ক্রিকেটকে গর্বিত করবে।’
১৫ সদস্যের মূল স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট আয়ারল্যান্ড।
আগামী ২৪ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওয়ানা দিবেন আইরিশরা। সেখানে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দুটি অফিসিয়াল ওয়ার্ম আপ ম্যাচ খেলবে তারা। ১২ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ খেলার পর ১৪ অক্টোবর খেলবে বাংলাদেশের বিপক্ষে।
বিশ্বকাপে আইরিশদের প্রথমে পেরোতে হবে গ্রুপ পর্ব। সেখানে তাদের গ্রুপে রয়েছে শ্রীলংকা এবং নামিবিয়া। গ্রুপের সেরা দুই দলের মধ্যে থাকলে সুপার টুয়েলভের টিকিট পাবে আয়ারল্যান্ড।
আয়ারল্যান্ডের ১৫ সদস্যের দল:
অ্যান্ড্রু বিলিবার্নি (অধিনায়ক), মার্ক আদির, কার্টিস চাম্ফার, গ্রেথ ডিলানি, জর্জ ডকরেল, জশ লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, কেভিন ও’ব্রায়েন, নেইল রক, সিমি সিং, পল স্টারলিং, হ্যারি হেক্টর, লোরকান টাকার, বেন হোয়াইট ও ক্রেগ ইয়ং।
রিজার্ভ ব্যারি ম্যাককারথি, শেন গেটকাটে ও গ্রাহান কেনেডি।