জন্মভূমি ঢাকাদক্ষিণে যুক্তরাষ্ট্রের ধনকুবের ডা. কালিকা প্রদীপ চৌধুরী

10

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
মার্কিন যুক্তরাষ্ট্রের খ্যাতিমান ব্যবসায়ী ও চিকিৎসক গোলাপগঞ্জ উপজেলা ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামের কৃতিসন্তান ডা. কালিকা প্রদীপ চৌধুরী নিজ জন্মভূমি পরিদর্শন করেছেন । মঙ্গলবার ( ৫ অক্টোবর) বিকেল ৪টায় তিনি ঢাকাদক্ষিণের দত্তরাইলের নিজ বাড়িতে আসলে তাকে ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয় বিশিষ্টজনরা। এ সময় কালিকা প্রদীপ চৌধুরীর সাথে ছিলেন আল আরামাইন গ্রুপের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসের । মার্কিন যুক্তরাষ্ট্র, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে তার ব্যবসা বিস্তৃত রয়েছে বলে জানা যায়। বাড়িতে অবস্থান কালে তিনি এলাকাবাসী ও বাড়ির লোকজনের সাথে সময় কাটান। এ সময় উপস্থিত ছিলেন – ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মজির উদ্দিন চাকলাদার, ঢাকাদক্ষিন বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ আলা উদ্দিন, সাবেক নেভি অফিসার খছরু খান, বিশিষ্ট মুরব্বি আনোয়ার হোসেন, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অজামিল চন্দ্র নাথ, উপজেলা আওয়ামী লীগের সহ-দফতর সম্পাদক হোসেন আহমদ, ঢাকাদক্ষিন বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটির সদস্য রেজওয়ান হোসেন রাজু, ইউপি সদস্য রেজাউল করিম রাজু , হোসাইন আহমদ, দত্তরাইল ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ, ঢাকাদক্ষিন ইউনিয়ন আওয়ামী লীগের দফতর সম্পাদক আবুল কাশেম লিপু, কৃষি বিষয়ক সম্পাদক আবুল জাহিদ চৌধুরী, সমাজসেবক গোলাম দস্তগীর খান ছামিন, সিনিয়র সাংবাদিক হারিছ আলী, সেচ্ছাসেবক লীগ নেতা মিনহাজ খান সোহাগ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য ফারহান মাসউদ আফছর, সমাজসেবক আতিক আহমদ, ইশফাক আহমদ খান মুন্না, উপজেলা ছাত্রলীগ নেতা আবু বক্কর ছিদ্দিক জীবন প্রমুখ। এ সময় কালিকা প্রদীপ চৌধুরীর পরিবারের দুই সদস্য কালি সিদ্ধার্থ দত্ত চৌধুরী, কালী সৌরভ দত্ত চৌধুরী উপস্থিত ছিলেন। তাঁর আসার খবর পেয়ে এলাকার বিপুল সংখ্যক মানুষ জোড় হোন। দীর্ঘদিন পর তাকে কাছে পেয়ে অনেকে আবেগ আপ্লুত হয়ে পড়েন। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ও উপস্থিত সবার সাথে আলাপকালে তিনি ঢাকাদক্ষিণের উন্নয়নে তাঁর বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন এবং তার জীবনের বিভিন্ন দিক স্মৃতিচারণ করেন। ঘন্টা দু’এক অবস্থান শেষে ঢাকাদক্ষিণ বহুমুখী স্কুল মাঠ থেকে হেলিকাপ্টার যোগে ঢাকার উদ্দেশ্য তিনি ঢাকাদক্ষিণ ত্যাগ করেন।