এডভোকেট নওসাদ আহমদ চৌধুরী’র সহধর্মিনীর ইন্তেকাল, দাফন সম্মন্ন

10

সিলেট মহানগর দায়রা জজ আদালতের পিপি, নাগরিক অধিকার বান্তবায়ন কমিটির চেয়ারম্যান এডভোকেট নওসাদ আহমদ চৌধুরীর সহধর্মিনী তামান্না নারগিস চৌধুরী আর নেই। গত ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৩.২০মিনিটে সময় আমেরিকার আইনোভা ওয়াশিংটন বার্জিনিয়ার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নলিল্লাহি … রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবৎ দোরারোগ্য রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি ১ ছেলে ১ মেয়ে নাতি নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ জোহর ওয়াশিংটন মেরিল্যান্ড মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাযার নামাজ শেষে মুসলমানদের কবরস্থানে সমাহিত করা হয়।
এডভোকেট নওসাদ আহমদ চৌধুরীর সহধর্মিনী’র ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্টমন্ত্রী ড.একে আব্দুল মোমেন, হবিগঞ্জ-১ নবীগঞ্জ বাহুবল আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহ নেওয়াজ মিলাদ, সিলেট জেলা জজ কোর্টের জিপি এডভোকেট মোঃ রাজ উদ্দিন, সিলেট জেলা জজ কোর্টের পিপি এডভোকেট নিজাম উদ্দিন, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান মাহফুজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন, মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল এর স্পেশাল পিপি শাহ মোঃ মোসাহিদ আলী এডভোকেট, বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল এর স্পেশাল পাবলিক প্রসিকিউটর এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, গণদাবি ফোরাম সিলেট বিভাগের সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ, লেখক ও কলামিস্ট এডভোকেট আনসার খান, এডিশনাল পিপি এডভোকেট মোস্তফা শাহীন চৌধুরী, ্এডভোকেট মিজানুল হক মিজান, সাংবাদিক এম ইজাজুল হক ইজাজ প্রমুখ। তাঁরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বিজ্ঞপ্তি