শাড়ি

15

সোমা মুৎসুদ্দি :

মুগ্ধতা!
এ জন্মে আমি তোকে পেলাম না,
কিন্তু দেখিস;
পরের জন্মে,
আমি তোকে ঠিক পাবো!
কারণ, আমার জন্ম হবে;
কোনো এক তাঁতির ঘরে!
আর আমি হবো বারো হাতের,
একটি শাড়ি!
তাঁতি আদরে সোহাগে,
আমাকে যত্ন করে গড়ে তুলবে!
তারপর, তোর বয়স যখন,
আঠারো হবে;
তোর শাড়ি পড়তে খুব ইচ্ছে করবে,
লাল-নীল হলুদ সবুজ,
বাহারি নানান শাড়ি।
তোর তাঁতের শাড়ি খুব পছন্দের!
পরের জন্মেও ঠিক তাই হবে,
তারপর, তোর পা পড়বে;
আমাদের তাঁতি পল্লীতে।
তুই তোর পছন্দমত,
অনেক গুলো শাড়ি কিনে নিবি,
আর এভাবেই, আমি তোর ঘরে যাবো!
তারপর আয়নার সামনে দাঁড়িয়ে,
তুই আমাকে গায়ে জড়িয়ে নিবি।
হাত ভর্তি কাঁচের চুড়ি,
ও কপলের টিপের সাথে মিলিয়ে;
আমি আমার রঙ পরিবর্তন করবো,
তোকে অপরূপ সাজে সাজাতে।
কিন্তু আমার মনের পরিবর্তন,
কিছুতেই হবে না।
তোর দেহের ভাজ,
আর আমার শাড়ির ভাজ;
মিলেমিশে একাকার হবে!
দেখিস, মুগ্ধতা!
আমি পরের জন্মে ঠিক শাড়ি-ই হবো!
তোকে জড়িয়ে থাকবো।
আমার রঙের পরিবর্তন হবে,
কিন্তু তবুও আমি তোকে ছাড়বো না!