পৃথিবীটা ফিরে দাও

9

সাজু কবীর :

রাশভারী-বাহাদুরি
শামুকের খোলে আজ,
প্রকৃতির প্রতিশোধ
শিরে তার শাহি-তাজ।

শাসনেরা শঙ্কিত
আবডালে মুখোশের,
শোষণেরা দিশেহারা
কাছে থাকে সাবানের।

জলসার জানোয়ার
ফাঁসদড়ি গলে তার,
প্রতারক তারকার
গুলজার ছারখার।

বারুদের দাদাগিরি
ভয়ে-লাজে থরথর,
পেশিগুলো কাতরায়
খুন ঝরে দরদর।

মগজের মহাকীর্তি
পাংশুটে পাণ্ডুর,
টাকাগুলো টাকপড়া
নাচে তাতে রোদ্দুর।

নষ্টা এ সভ্যতা
প্রসবের বেদনায়,
মরে যায় এ কুলটা
অণুজীব পাহারায়।

এ ‘করোনা’ অণুজীব
ওস্তাদ সময়ের,
আছে বহু শেখবার
বিশুদ্ধ জীবনের।

সজ্জন স্বজনেরা
মাফি মাগে বিধাতার,
” পৃথিবীটা ফিরে দাও
দূর করো হাহাকার।”