বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের প্রতিবাদ সভা আজ

8

প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি অনুযায়ী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যা সমাধান, আন্তর্জাতিক মানের ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের মেয়াদ ৪ বছর থেকে ৩ বছরে রূপান্তরে অযৌক্তিক ও আত্মঘাতি উদ্যোগ বন্ধ। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০ ও ঢাকা ইমারত নির্মাণ বিধিমালার বিতর্কিত সংজ্ঞা ও বিভিন্ন ধারা/উপধারা সংশোধন ছাত্র শিক্ষক ও পেশাজীবীদের পেশাগত সমস্যা সমাধান এবং ডিগ্রি ইঞ্জিনিয়ারদের সংগঠন আইইবি’র ষড়যন্ত্রের বিরুদ্ধে আন্দোলন বেগবান করার লক্ষে দেশব্যাপী কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাংগঠনিক সফরের ধারাবাহিকতায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের অংশগ্রহনে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশজীবী সংগ্রাম পরিষদ সিলেট জেলা শাখার উদ্যোগে আজ (২৮ সেপ্টেম্বর) মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় সিলেট নগরীর জেলা পরিষদ মিলনায়তনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মাহমুদুর রশীদ মসরুর। প্রতিবাদ সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংগ্রাম পরিষদের আহ্বায়ক প্রশান্ত কুমার চৌধুরী ও সদস্য সচিব মো. আলমগীর হোসেন বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি