হাইকোর্ট থেকে জামিনের পর কারামুক্ত হলেন ব্যবসায়ী বাবুল

7

বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত একটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন সিলেটের শাহগলী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বাবরুল হোসেন (বাবুল মিয়া)। গত রবিবার তিনি সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেন।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর হাইকোর্টের বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি কাজী মো. ইজহারুল হক আকন্দের দ্বৈত বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্যবসায়ী বাবুলের আইনজীবী এডভোকেট লোকমান আহমদ চৌধুরী। তিনি জানান, ব্যবসায়ী বাবরুল হোসেন (বাবুল মিয়া) এর বিরুদ্ধে চলতি বছরের ২০ এপ্রিল জকিগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করে পুলিশ। এ মামলায় গত ১০ আগশষ্ট গ্রেফতার হন তিনি। এরপর নিম্ন আদালতে জামিন না পেয়ে যাওয়া হয় উচ্চ আদালতে। সেখান থেকে ৬ মাসের জামিন পেয়েছেন ব্যবসায়ী বাবুল।
এডভোকেট আরও জানান, ১৫ সেপ্টেম্বর জামিন পেলেও এ সংক্রান্ত কাগজপত্র সিলেটে এসে পৌঁছাতে সময় লাগায় তিনি গত রবিবার কারাগার থেকে মুক্তি লাভ করেছেন।