ছাতকে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

115

আতিকুর রহমান মাহমুদ ছাতক থেকে :
সুনামগঞ্জের ছাতকের পল্লীতে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছে।
শনিবার রাতে উপজেলার ভাতগাও ইউনিয়নের জহিরপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।
জানা যায়, জহিরপুর গ্রামের মজনু মিয়া মজুর জমিতে গ্রামের খছরু মিয়ার ছেলে মাছ,ধরতে গেলে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয় পক্ষের লোকজনের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় খছরু মিয়াসহ উভয়পক্ষের ৫ ব্যক্তি আহত হন।
মুমূর্ষু অবস্থায় খছরু মিয়াকে রাতেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে মৃত্যু বরণ করেন।
তিনি জহিরপুর গ্রামের আলতাব মিয়ার ছেলে খছরু মিয়া (৩৫)।
এ ঘটনায় গ্রামের আবুল হোসেনের স্ত্রী শফিকুন নেছা ও আব্দুল নুরের ছেলে শফিকুন নুরকে থানা পুলিশ আটক করেছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজিম উদ্দিন, ঘটনার সত্যতা ও আটকের বিষয় নিশ্চিত করেছেন।