ঋতু রানী শরৎ

6

সৌমেন দেবনাথ :

নীল আকাশের প্রান্ত ছুঁয়ে
উড়ে যায় পাখির ঝাঁক,
দুর্গা মায়ের আগমনে
মণ্ডপে বাজে ঢাক।

শিমুল তুলোর মতো ভেসে
চলে মেঘের ভেলা,
আমন ক্ষেতে কৃষকের চোখ
মনে স্বপ্নের খেলা।

আলো চিকমিক বিলের জলে
শাপলা ফুলের সারি,
শিশিরে ভেজা শিউলি ফুল
দেখতে মনোহারী।

কাশফুলের ফুরফুরে দোলায়
মন উদাস হয় খালি,
নদীর বুকে মাঝির কণ্ঠে
বাজে ভাটিয়ালী।

তালের পিঠার গন্ধে ভাসি
আমেজ জাগে মনে,
ঋতুর রানী হৃদয় পুড়ায়
পুড়ায় ক্ষণে ক্ষণে।