নিজের বলে দাবি

12

রাজীব হাসান :

যেদিন সুবিশাল চীনের মহাপ্রাচীর ভেঙে
তোমার হৃদয়ে নিজের জন্য একটা
জায়গা করতে পারবো সেই দিন
তোমাকে আমার বলে দাবি করবো।

যেদিন ব্যবিলনের শূন্য উদ্যানে সহস্র
ফুলের জমকালো মেলা হবে আর
ফুলের সুবাসে ভরে যাবে পুরো ব্যবিলন
বাতাসে ভেসে বেড়াবে মধুর ঘ্রাণ
সেদিন তোমাকে নিজের বলে দাবি করবো।

যেদিন আকাশের সূর্যটা চিরতরে ডুবে যাবে
উঠবে না আর সকাল হলে পূর্ব আকাশে
ছড়াবে না আলো জগতে বা কারো মনে
হ্যাঁ সেইদিন, সেই দিন আমি
তোমাকে নিজের বলে দাবি করবো।

যেদিন সাদা সাদা কাশফুল গুলো
নুইয়ে পড়বে বয়সের ভারে মাটিতে মাথা
ঠেকবে ঠেকবে ভাব তারপর
যখন মাথা উঁচু করে দাড়ানোর ব্যর্থ চেষ্টা
করে যাবে দিনের পর দিন হেরে যাবে এক সময়
সেইদিন তোমাকে আমি নিজের বলে দাবি করবো।

যেদিন খোলা আকাশের নিচে
আমার ছোট কুড়ে ঘরের মত ঝুপড়িতে
আমার পাশে এসে বসবে আর বলবে
আমি তো অট্টালিকা কিংবা প্রতিপত্তি চাই না
শুধু তোমাকে কাছে পেলে আর কিছু লাগবে না
হ্যাঁ সেইদিন তোমাকে নিজের বলে দাবি করবো।