ফন্দি

8

এম রেজাউল করিম রকি :

দুই খুঁটিরই ঘরটি আমার
এই বুঝি ভেঙ্গে যাবে,
ধরলো পোকায় খুঁটির গোড়ায়
খুড়ে খুড়ে শুধু খাবে।

মাঝের কামরা গুদাম বানায়
রাখছে আল্লাহ ভরে,
জুটঝামেলা ময়লার ভাগাড়
বাড়ছে সদাই ধীরে।

হেড অফিসেও এখন আমার
বড্ড গোলমাল করে,
সদর ঘরের ঝিলিক বাতির
কাজটাও গেছে সরে।

স্বাদ ভুলেছেন খাদক মশাই
যে চাইতো মজা আগে,
খাবার এখন জহর সমান
চোখের কাঁটা ই লাগে।

মন মহাজন শুনছেনা আর
মানছেনা ভাই কথা,
ছাড়বে কখন দেহ ই আমার
সে চাইগো স্বাধীনতা।

নানান রোগের কারখানা আজ
ভিত গেঁড়েছে এ কায়ে,
প্রাণটি নেওয়ার এতোই তাড়া
ঘুরে রোগ মমো ছায়ে।

মনের সাথেই দেহ ই এখন
করছে ও ভাই সন্ধি,
কার আগে হায় কে যাইবে ছাড়ি!
করছে নিত্যই ফন্দি।