কয়েনে হয় শব্দ দূষণ

1

বাদল রায় স্বাধীন :

ফকির এখন কয়েন নেয় না, বলে অচল জিনিস
নোট বিহীন দোয়ার স্টক, একেবারে ফিনিস।

নোট বিহীন দোয়া করবো, এতো সময় কই
হাজার খানেক পাই যদি, মোড়ে বসে রই।

বাজেট বাড়ার সাথে সাথে, ভিক্ষার মাত্রা বাড়ে
কয়েন দিলে দোকানদারে, গায়ে ছুঁড়ে মারে।

ভিক্ষুক বলে কয়েন দাও, কেন এতো ইতর
হাজার পাঁচেক জমা আছে, দেখবে পোটলার ভিতর?

সত্তর টাকায় একশো দেবো, নিতে পারো কিনে
হিসেব করে পারবোনা দিতে, নিজে নেবে গুনে।

দোয়া পাওয়ার ইচ্ছে হলে, আস্তে ফেলো নোট
কয়েন পড়লে শব্দ দুষন, মনে লাগে চোট।

ভিক্ষা করলেও কয়েন নেবো, নেইতো এতো অভাব
যুগের সাথে তাল মিলিয়ে, পাল্টাও তোমার স্বভাব।।