তরুণরাই দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখছে – মেয়র আরিফ

5

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, তরুণরাই দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখছে। সিলেটকে আরো সামনের দিকে এগিয়ে নিতে নতুন নতুন আইডিয়া নিয়ে সিলেটের যুবকরা এগিয়ে আসছে। প্রতিনিয়ত যুগান্তকারী পদক্ষেপ আমাদের সিলেটের ছেলেরা নিয়ে আসছে। আমরা আশা করি তরুণরা সব সময় সৎ এবং ভালো সার্ভিসের মাধ্যমে তাদের সুনাম অক্ষুন্ন রাখবে। এটা সিলেটবাসীর জন্য অনেক সুখবর। আমরা তাদের সফলতা কামনা করছি।
তিনি মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেলে সিলেট নগরীর শাহী ঈদগাহের টিবি গেইট এলাকায় গিয়ার-আপ-অটোমোবাইলস আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি আসাদ উদ্দিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি আবু তাহের মো. সুয়েব, চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি সিপার আহমদ, কানাইঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আহমদ, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শওকত আমিন তৌহিদ, দৈনিক সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক ও মহানগ আওয়ামী লীগের সদস্য ওয়াহিদুর রহমান ওয়াহিদ, দৈনিক সিলেটবাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, দৈনিক বাংলাদেশ সমাচারের সিনিয়র করেসপন্ডেন্ট মোশারফ হোসেন খান, আল হারামাইন হসপিটালের এমডি ড. মোহাম্মদ এহছানুর রহমান, বিশিষ্ট সমাজসেবক ভাইস চেয়ারম্যান হাজী ওলিউর রহমান, হোটেল স্টার প্যাসিফিকের এমডি ও চেম্বারের পরিচালক ফালাউদ্দিন আলী আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী শান্ত দেব, বিশিষ্ট ব্যবসায়ী মোজাহিদুল ইসলাম ভূইয়া মান্না, রোটারিয়ান হানিফ আহমদ, চেম্বারের পরিচালক সাহিদুর রহমান, মাছুদ আহমদ চৌধুরী, এহতেশামুল হক চৌধুরী, এমদাদ হোসাইন, গিয়ার-আপ-অটোমোবাইলস পরিচালক ক্যাপ্টেন ইমতিয়াজ আহমদ, ইঞ্জিনিয়ার আব্দুল্লা মুমিন চৌধুরী রায়হান, আব্দুল মতিন, রোজভিউ হোটেলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মহি উদ্দিন, লাজ ফার্মা লি. এর ডাইরেক্টর বিশিষ্ট ব্যবসায়ী ফুয়াদ মোহাম্মদ খাইরুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি