ব্রোকার হাউস গুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে – মোহাম্মদ মাহতাবুর রহমান

7

আল হারামাইন পারফিউম গ্রুপ অফ কোম্পানীর চেয়ারম্যান ও এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান (নাসির) সিআইপি বলেছেন, শেয়ারবাজারে বিনিয়োগের জন্য বিনিযোগকারীদের যাতে সুস্পষ্ট ধারণা থাকে এবং তারা ঝুঁকি এড়িয়ে চলতে পারে সে ব্যাপারে শেয়ার ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানকে নজর রাখতে হবে। বিনিয়োগকারীরা শেয়ারবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এবং তাদের বিনিয়োগ সুরক্ষিত থাকে এ ব্যাপারে ব্রোকার হাউস পরিচালনাকারীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ঢাকা ষ্টক এক্সচেঞ্জ এর শেয়ার ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান বিডি সানলাইফ সিকিউরিটিজ সিলেট শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
১২ সেপ্টেম্বর দুপুরে পূর্ব জিন্দাবাজারের বারুতখানাস্থ সিম্পনি হাইটসের ৯ম তলায় ঢাকা ষ্টক এক্সচেঞ্জ এর শেয়ার ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান বিডি সানলাইফ সিকিউরিটিজ সিলেট শাখার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিডি সানলাইফ সিকিউরিটিজ সিলেট শাখার এভিপি এবং ব্রাঞ্চ ম্যানেজার আব্দুল জলিল মাসুমের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, বারাকা পাওয়ার লি: পরিচালক ও ছাতক উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান, বারাকা পাওয়ার লি: এমডি গোলাম রাব্বানী চৌধুরী, এনআরবি ব্যাংকের পরিচালক মো: দুলাল আহমদ। এ সময় ঢাকা থেকে ভার্চুয়ালী উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বিডি সানলাইফ সিকিউরিটিজ এর চেয়ারম্যান জাহিদ মালিক ও এমডি রাহাত মালিক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লংকা বাংলা সিকিউরিটিজ এর হেড অফ সিলেট ব্রাঞ্চ মো: শামসুদ্দিন, এনআরবি ব্যাংকের ম্যানেজারা প্রশান্ত কুমার সিনহাও পিযুষ কুমার সরকার, বিডি সানলাইফ সিকিউরিটিজ সিলেট শাখার এভিপি এবং ম্যানেজার অপারেশন মো: নজরুল হোসেইন খান মুন্না প্রমুখ। ফিতা কেটে উদ্বোধনের পর কেক কাটা হয় পরে মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আল হারামাইন পারফিউম গ্রুপ অফ কোম্পানীর চেয়ারম্যান ও এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান (নাসির) সিআইপি। বিজ্ঞপ্তি