ওসমানীনগরে ইউসিবি ব্যাংকের এটিএম বুথে ডাকাতি, ২৪ লক্ষ টাকা লুট

6

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
ওসমানীনগরে ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের ফাস্ট ট্র্যাক এটিএম বুথে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা রাতের আঁধারে ওই বুথের সিকিউরিটি গার্ডকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে বুথ ভেঙ্গে নগদ ২৪ লাখ ২৫ হাজার ৪ শত টাকা লুট করে নিয়েছে গেছে বলে ব্যাংকের শাখা ব্যবস্থাপকসহ থানা পুলিশ সূত্রে জানা গেছে। শনিবার দিবাগত রাত ৪টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন শেরপুর নতুন বাজারস্থ ইউনুছ ম্যানশনের নিচতলায় থাকা ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের ফাস্ট ট্র্যাক এটিএম বুথে ডাকাতির ঘটনাটি ঘটে। খবর পেয়ে রবিবার সকালে থানা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত থাকা বিভিন্ন ইউনিটের সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক ব্যাংক কর্মকর্তাদের বরাত দিয়ে জানান, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে উপজেলার শেরপুরের ইউনুছ ম্যানশনের ২য় তলায় ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের একটি শাখা একই বিল্ডিংয়ের নিচতলায় সায়রা কমিউনিটি সেন্টারের পাশে ব্যাংকটির একটি ফাস্ট ট্র্যাক এটিএম বুথ রয়েছে। শনিবার দিবাগত রাত ৪ টায় সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা বুথের সিকিউরিটির দায়িত্বে থাকা ব্যক্তিকে বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে বুথটি ভেঙ্গে বুথে থাকা ২৪ লক্ষ ২৫ হাজার ৪ শত টাকা নিয়ে যায়। রবিবার ভোরে স্থানীয় বুথের গার্ডকে এই অবস্থায় দেখে থানা পুলিশ সহ ব্যাংক সংশ্লিষ্টদের খবর দেন। এ ব্যাপারে ব্যাংকের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।