খাদিমপাড়ায় ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসার্থে সিলেট চেম্বারের চিকিৎসা সামগ্রী প্রদান

14
করোনা রোগীদের চিকিৎসার্থে খাদিমপাড়া ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়কের নিকট চিকিৎসা সামগ্রী হস্তান্তর করছেন সিলেট চেম্বার নেতৃবৃন্দ।

করোনা রোগীদের চিকিৎসার্থে চিকিৎসা সামগ্রী বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে ১১ সেপ্টেম্বর শনিবার চেম্বার কার্যালয়ে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পক্ষ থেকে খাদিমপাড়া ৩১ শয্যা বিশিষ্ট হাসাপাতালে পাল্স অক্সিমিটার, গ্লুকোমিটার, ইনফারেড থার্মোমিটার সহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়। সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মোঃ শোয়েব এর নিকট হতে হাসাপাতালের পক্ষ থেকে চিকিৎসা সামগ্রী গ্রহণ করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ জালাল উদ্দিন। উল্লেখ্য যে, ইতোপূর্বেও সিলেট চেম্বার অব কমার্সের পক্ষ থেকে করোনা রোগীদের চিকিৎসার্থে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ শামছুদ্দিন হাসপাতাল, ও দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়েছে। চিকিৎসা সামগ্রী হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি চন্দন সাহা, সহ সভাপতি তাহমিন আহমদ, পরিচালক মোঃ মামুন কিবরিয়া সুমন, মোঃ এমদাদ হোসেন, মুশফিক জায়গীরদার, আব্দুর রহমান, মোঃ আব্দুর রহমান (জামিল), হুমায়ুন আহমদ, ওয়াহিদুজ্জামান চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি