হাওর ভ্রমণে এসে ৫ বছরে ৪ শিক্ষার্থীর মৃত্যু

34
তাহিরপুর ট্যাকেরঘাট চুনাপাথর খনিজ প্রকল্পের পাথর কোয়ারী।

বাবরুল হাসান বাবলু তাহিরপুর থেকে :
হাওর ভ্রমণে পর্যটকদের অসাবধানতা। বছরের বছরে পানিতে ডুবে বাড়ছে মৃত্যু। গত ৫ বছরে হাওর ঘুরতে এসে কমপক্ষে ৪ শিক্ষার্থী পানিতে ডুবে মারা যাওয়ার সংবাদ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার বিকালে হাওর ঘুরতে এসে ট্যাকেরঘাট খনিজ প্রকল্পের কোয়ারীর পানিতে ডুবে এক পর্যটকরে মৃতু হয়েছে। এখনই সাবধানতা অবলম্বন না করলে দিনে দিনে মৃত্যুর হার আরও বাড়াতে পারে বলে স্থানীয় লোকজনরে আশংকা।
জেলার উত্তর পশ্চিমের উপজেলা তাহিরপুর। প্রাকৃতিক ভাবেই এর সৌন্দর্য নান্দনিক। টাঙ্গুয়া, লাকমাছড়া, পাথর কোয়ারি, বারেকটিলা, যাদুকাটা নদ, শিমুল বাগান সব মিলে তাহিরপুর এখন পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান। গত ৪/৫ বছর ধরে উল্লেখযোগ্য হারে তাহিরপুরে পর্যটকদের সমাগম বাড়ে। ইচ্ছেমত যার যেখানে ভালো লাগে সেখানে ঘুরে বেড়ান পর্যটকরা। নতুন স্থানে এসে সৌন্দর্য উপভোগ করতে করেত এক সময় অনেকটা বেখেয়ালি হযে পড়েন তারা। আর অসাবধানতাবশত: ঘটে দুর্ঘটনা। যাদুকাটা নদী, টাঙ্গুয়া হাওর ও ট্যাকেরঘাট চুনাপাথর খনিজ প্রকল্পের স্বচ্ছ নীল জল দেখে অনেক পর্যটক নিজেকে ধরে রাখতে পারেন না। হৈ হুল্লেুাড় করে অনেকেই পানিতে নেমে যান। যারা সাতার জানেন তারাও নামেন আর যারা জানেন না তারাও লাইফ জেকেট নিয়ে নেমে পড়েন। আর এতেই ঘটে বিপত্তি। কখনো যাদুকাটা নদীর বালির গর্তে, কখনো পাথর কোয়ারীর গভীর জলে, কখনো বা হাওরে জলে প্রাণ হারান ঘুরতে আসা পর্যটকরা।
গত বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর বিকেলে ট্যাকেরঘাট চুনাপাথর খনিজ প্রকল্পের কোয়ারীতে নৌকা ছড়ার সময় ঢাকা মিরপুর কাজি পাড়ার বাসিন্দা বিএমআইএসটির ২য় বর্সের শিক্ষার্থী রাগিব হাসান (২১) পানিতে ডুবে মারা যান।
২০২০ সালে ১৪ আগষ্ট রাতে ট্যাকেরঘাট হাওরে নৌকার উপর ঘুমানোর সময় নৌকা থেকে পড়ে মারা যান, তিতুমীর কলেজের ৪র্থ বর্ষের বিবিএ শিক্ষার্থী জাহেদ চৌধুরী (২৫) তার গ্রামের বাড়ি ফেনি দিলরাজ পুর।
২০১৮ সালে ১৪ সেপ্টেম্বর ঢাকা মিরপুর এর বাসিন্দা ওয়াহিদ খলিল (২৮) ট্যাকেরঘাট পাথর কোয়ারীতে গোসল করতে ডুবে মারা যান।
২০১৭ সালে ২৮ জুন টাঙ্গুয়া হাওরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যান,জেলার ধর্মপাশা উপজেলার কলেজ শিক্ষার্থী আশরাফুল ইসলাম (২২)। তাছাড়া ছোট খাটো দুর্ঘটনাতো প্রায়ই ঘটছে।
স্থানীয় নৌকার মাঝিরা জানান, হাওরে ঘুরতে আসা পর্যটকদের নিষেধ করলেও তারা তা মানে না। তাদের ইচ্ছে মত তারা পানিতে ঝাপাঝাপি করে।
ফেইস বাংলাদেশ এর ট্রাভেলার ট্রেকার শাহীন আহমেদ বলেন, শুধু টাঙ্গুয়া হাওর নয়। সমুদ্র, ঝর্ণা, পাহাড় আপনি যেখানেই যাবেন একদল অতি উৎসাহী পর্যটকের দেখা পাবেন। তারা কোন কিছু না জেনে বুঝেই চিল করতে করেত জলে নেমে যাবে। তাদের নিয়ে ঘুরতে যাওয়া চরম বিপত্তি।
ট্যাকেরঘাট চুনাপাথর খনিজ প্রকল্প শ্রমিক ইউনিয়নের এক সময়ের সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তাহিরপুরের রৌজ আলী বলেন, পাথর কোয়ারীটির গভীরতা ১২০ ফুটের বেশী। কোয়ারীর নীচের অবস্থান হাওরের মত সমতল নয়। সাতার না জানা লোক পা পিছলে জলে পড়লেও এক টানে পানির ২৫/৩০ ফুট গভীরে চলে যাবে। তিনি আরও বলেন এখনই উচিৎ প্রশাসনের পক্ষ থেকে আরও একটু সতর্ক হওয়া।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার রায়হান কবির বলেন,হাওর ভ্রমনে সবাইকে সতর্ক হতে হবে। সতর্ক থাকলে দূর্ঘটনা এড়ানো সম্ভব। আমার বিষয়টি দেখছি।