ছাতকে নৌ-পুলিশের মামলায় ৫ আসামীর জামিন লাভ

6

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে নৌ-পুলিশের দায়েরী মামলায় পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরীসহ ৫জন আসামী জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত থেকে এ আসামীরা জামিন লাভ করেন। ঢাকায় র‌্যাব-৯ এর হাতে গ্রেফতার হয়ে দীর্ঘ ১ মাস ৪ দিন কারা ভোগ করেন তারা। জামিন প্রাপ্ত অনান্য আসামী সাদমান মাহমুদ সানি, আলাউদ্দিন, কুহিন চৌধুরী ও বুলবুল আহমদ জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত থেকে এ ৫জন আসামী জামিন লাভ করেন।
গত ৪ জুলাই ছাতকের চেলা নদীতে হামলায় নৌ-পুলিশের পুলিশ পরিদর্শকসহ ৫ সদস্য আহত হন। এ ঘটনায় নৌ-পুলিশের এসআই হাবিবুর রহমান বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখ করে ছাতক থানায় একটি মামলা (নং-০৩) দায়ের করেন। এ মামলায় বর্তমানে ২৫ জন আসামী জামিনে মুক্ত রয়েছেন। গত সোমবার ১৩ জন আসামী উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন। অন্যান্যরা সুনামগঞ্জের ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন গ্রহণ করেছেন বলে জানা যায়।