শরৎ

5

মোঃ আরমান আলী :

ভাদ্র-আশ্বিন প্রকৃতির পরতে,
বরষার তরী বেয়ে, আসে দেখ শরতে।
উচাটন মনটা, বাউলের গানটা,
শিউলির সুবাসেতে মন চায় হারাতে।

গাঢ় নীল আকাশেতে, সাদা মেঘ ভেসে যায়,
নদী তীরে কাশফুল, মৃদু হাসি হেসে যায়।
পাখি সব নানা রঙে, শিস দেয় নানা ঢঙে,
মন চায় ঘুরে দেখি বাংলার সীমানায়।

বিলে-ঝিলে মাছ ধরা, কাদামাটি মেখে গায়,
মায়ের বকুনি খেয়ে, সুখ পেতে কে না চায়?
ঘরে ঘরে তালপিঠা, খেতে লাগে বড় মিঠা,
মৃদু মৃদু বাতাসে, ধান শীষ দোলা খায়।

সার্থক জন্ম, জন্মেছি বাংলায়,
প্রয়োজনে দেব প্রাণ, হানাদার হামলায়।
প্রকৃতির এতো সুধা, আছে বলো আর কোথা?
বাংলায় মরি যেন, প্রার্থনা বিধাতায়।