বৃষ্টি

8

নেছার আহমদ নেছার :

বৃষ্টি ভেজা দিনক্ষণ
ঝিমিয়ে থাকা মন
বাতাসে আর্দ্রতার ছন্দ
গুড়ি গুড়ি বৃষ্টি চলছে তো চলছে;
মনোবীনা তারে
উঠছে বেজে একাগ্র ভাবনার সুর
ছন্দে আনন্দে আছে নিরানন্দ;
ঘর হতে বেরুতে চায় না মন;
মাঝে মাঝে বজ্রপাত
আতঙ্কিত প্রাণ শংকায় বড় উৎপাত;
জানি না কখন উঠবে সূর্য্য
থামবে বৃষ্টি জনজীবন হবে স্বাভাবিক।
স্কুলে পড়া ছেলে মেয়ে গুলো
প্রায় দিন ভিজে আসে;
তাই যেতে বড় অনীহা;
যদি জ্বর সহ ভোগান্তিও কম নয়
অনাকাক্সিক্ষত দুর্ভোগের পানিও
যাচ্ছে বেড়ে-বানের জলে ভাংছে
বাড়ীঘর, হাওর পারের মানুষের ঘরে
ঘরে সীমাহীনবিড়ম্বনা
এ কেমন বৈরী আচরণ তোমার।
রাস্তাঘাট যাচ্ছে তলিয়ে
ফসল হলো ধ্বংস-বানে গেল
ভেসে সব স্বপ্ন আশা;
শুকানির একটি গাভী সেটাও গেল ভেসে
আর পেল না খুঁজে;
ভাঙ্গা মন চৌকিতে বন্দী জীবন
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি সারাক্ষণ।