সময়মতো কর প্রদান করে দেশের সার্বিক উন্নয়নে এগিয়ে আসতে হবে – কর কমিশনার সাইফুল হক

6
সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে কর অঞ্চল সিলেটের অতিরিক্ত কর কমিশনার মো: আবু সাঈদ সোহেলের বদলি উপলক্ষে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন কর অঞ্চল সিলেটের কর কমিশনার মো: সাইফুল হক।

কর অঞ্চল সিলেটের কর কমিশনার মো. সাইফুল হক বলেছেন, সঠিক ও সময়মতো কর প্রদান করে আমাদেরকে দেশের সার্বিক উন্নয়নে এগিয়ে আসতে হবে। সরকারের রাজস্ব ভান্ডার উন্নতির মাধ্যমে দেশের উন্নয়নে আমরা ব্যাপক অবদান রাখতে পারি। তাই এব্যাপারে আমাদের সকলকে সচেতন হতে হবে।
তিনি মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে মেন্দিবাগস্থ সমিতির কার্যালয়ে কর অঞ্চল সিলেটের অতিরিক্ত কর কমিশনার মো. আবু সাঈদ সোহেল এর বদলী উপলক্ষে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সমিতির সভাপতি অধ্যাপক মো. শফিকুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট শফিকুল ইসলামের পরিচালনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মো. নিজাম উদ্দিন খান ও পবিত্র গীতা পাঠ করেন এডভোকেট সজল কুমার রায়।
সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো. এমদাদুল হকের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কর অঞ্চল সিলেটের যুগ্ম কর কমিশনার সাহেদ আহমদ চৌধুরী, পঙ্কজ লাল রায়, উপ কর কমিশনার মো. আবু সাঈদ, মো. হামিদুল হক, আক্কাস আলী, আওরঙ্গজেব খান, সহকারি কমিশনার মোহাম্মদ হোসাইন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, এডভোকেট মো. আবুল ফজল, সিনিয়র সদস্য সিরাজুল হোসেন আহমদ, এডভোকেট সজল কুমার রায়, আতাউর রহমান সেগুল, ইফতিয়াক হোসেন মঞ্জু, মো. কামাল আহমদ, জহিরুল ইসলাম রিপন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সমিতির সাবেক সভাপতি এডভোকেট আবু মো. আসাদ, সাবেক নির্বাচন কর্মকর্তা বিধু ভূষণ দে, বর্তমান সহ সভাপতি মো. খায়রুল ইসলাম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আকিক, সমাজকল্যাণ সম্পাদক মো. আজিজুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি