নরসিংটিলা এলাকা সিসি ক্যামেরার আওতায় এসেছে

4
নগরীর নরসিংটিলা এলাকায় নরসিংটিলা উন্নয়ন কমিটির উদ্যোগে সিসি ক্যামেরার কার্যক্রম উদ্বোধন করছেন সিটি কাউন্সিলর আলহাজ্ব মখলিছুর রহমান কামরান।

নগরীর নরসিংটিলা এলাকা সিসি ক্যামেরার আওতায় এসেছে। এলাকাবাসীর সেবামুলক সংগঠন নরসিংটিলা উন্নয়ন কমিটির উদ্যোগে নিজস্ব অর্থায়নে প্রায় নয় লাখ টাকা ব্যয়ে এলাকায় ৩৮টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়। সিসি ক্যামেরার কার্যক্রম উদ্বোধনকালে সিলেট সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ¦ মখলিছুর রহমান কামরান এলাকাবাসীর উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আইনশৃংখলা বাহিনীর পাশাপাশি নিজেদের উদ্যোগে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করতে হবে। বিশেষ করে ইদানীং বিভিন্ন স্থানে কিশোর গ্যাং গড়ে উঠছে, অপরাধীরা যাতে কোনভাবে আস্তানা গড়ে তুলতে না পারে এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে।
নরসিং টিলা উন্নয়ন কমিটির সভাপতি মঈনুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ জাহেদ সারোয়ার সবুজের পরিচালনায় সিসি ক্যামেরার কার্যক্রম উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর জগদীশ চন্দ্র দাশ, লামাবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ টি.এ.আল আমিন, এডভোকেট মাসুক উদ্দিন সফিক, আবুল হোসেন হেনা, এডভোকেট মোস্তফা আল আজহার দিলওয়ার, আবদুল বাতিন, মোহাম্মদ আলাউদ্দিন, মুজাহিদুল ইসলাম মান্না, মঈন উদ্দিন, শাহিন আহমদ, আবু সুফিয়ান, মোহাম্মদ কামরুজ্জামান দীপু, এডভোকেট দিদার আহমদ, মঈন উদ্দিন মোল্লা, রাজন আহমদ, মোহাম্মদ জাল্লাল খান মিন্টু, টিপু দত্ত, মোহাম্মদ জামাল আহমদ, মোহাম্মদ ফারুক মিয়া, আবু বকর সিদ্দিক, জামিল আহমদ প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন মোহাম্মদ দিলওয়ার আহমদ।