জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য পাবলিক টয়লেট নির্মাণ

3

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে রোগী ও রোগীদের সাথে আসা সাধারণ মানুষের সুবিধার্থে সাড়ে ১০ লাখ টাকা ব্যয়ে জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে ২টি পাবলিক টয়লেট, ২টি গোসল খানা ও ২টি প্রশ্রাব খানা নির্মাণ করা হয়েছে।
বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রব সরকার নব-নির্মিত পাবলিক টয়লেট, গোসল খানা ও প্রশ্রাব খানার চাবি জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর এর হাতে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর পৌরসভার মেয়র আক্তার হোসেন, পৌরসভার ভারপ্রাপ্ত সচিব প্রকৌশলী সতীশ গোস্বামী, ৪নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর মোঃ কামাল হোসেন, ৩নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর আলাল হোসেন ও সমাজকর্মী আলী হোসেন প্রমুখ।