ছাতকের আন্ত:জেলা ডাকাত সর্দার ইদ্রিস সিলেটে গ্রেফতার

63
আটক আন্ত:জেলা ডাকাত সর্দার।

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকের আন্ত:জেলা ডাকাত সর্দার ইদ্রিছ আলী (৩৮) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (২৮ আগষ্ট) মধ্যরাতে সিলেটের দক্ষিণ সুরমা এলাকার দরিয়া শাহ’র মাজার সংলগ্ন ফেরিঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে ছাতক থানায় নিয়ে আসা হয়। সে ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের চলিতারভাগ গ্রামের রোয়াব আলীর ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হন। অভিযানে সাথে ছিলেন, থানার এএসআই মিজানুর রহমান ও সুমন চন্দ্র গোপ। গ্রেফতারকৃত ইদ্রিসের বিরুদ্ধে ছাতকসহ সিলেট-সুনামগঞ্জের বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও বিস্ফোরকসহ এক ডজনেরও বেশি মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
থানার সেকেন্ড অফিসার ও উপ-পরিদর্শক হাবিবুর রহমান পিপিএম জানান, গ্রেফতারকৃত ইদ্রিছ আলী একজন আন্ত:জেলার ডাকাত সর্দার। তার বিরুদ্ধে ছাতক থানায় অস্ত্র আইনে দু’টি ও ডাকাতি দু’টিসহ ৪টি মামলার গ্রেফতারী পরওয়ানা রয়েছে। এছাড়া বিভিন্ন থানায় তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও বিস্ফোরকসহ মোট ১৪টি মামলা রয়েছে।