সিলেটের প্রতিটি স্বাস্থ্য প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হবে – ডা. হিমাংশু লাল রায়

18
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং ৪৬তম জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট কুষ্ঠ হাসপাতালের উদ্যোগে হাসপাতাল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করছেন সিলেট বিভাগের পরিচালক স্বাস্থ্য ডা. হিমাংশু লাল রায়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও ৪৬তম জাতীয় শোকদিবস উপলক্ষে দেশের বৃহত্তম কুষ্ঠ হাসপাতাল কুষ্ঠ হাসপাতাল সিলেট প্রাঙ্গণে ১০১টি বৃক্ষ রোপণের কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। ২৮ আগষ্ট ২০২১ শনিবার সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা হিমাংশু লাল রায়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল, সিলেট সদর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সিরাজুম মুনির, কাউন্সিলর তারেক উদ্দিন তাজ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্ঠ হাসপাতাল, সিলেট-এর জুনিয়র কনাসলটেন্ট ডা. রুবিনা ফারজানা, মেডিক্যাল অফিসার ডা. নাসরিন সুলতানা, জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুজন বণিক, সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা এম. গৌছ আহমদ চৌধুরী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি আবদুল বাতিন ফয়সল প্রমুখ।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে ডা. হিমাংশু লাল রায় বলেন, দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেবার জন্য যেখানেই কাজ করার সুযোগ আছে, আমরা সেই সুযোগ কাজে লাগিয়ে দেশের জন্যে কাজ করতে চাই। এরই অংশ হিসেবে চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি আমরা বৃক্ষ রোপণের কর্মসূচী হাতে নিয়েছি। আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আমরা কুষ্ঠ হাসপাতাল প্রাঙ্গণে ১০১টি গাছ রোপণ করবো। বৃক্ষরোপণের আমাদের এ কর্মসূচী সিলেট বিভাগের প্রতিটি স্বাস্থ্য প্রতিষ্ঠানে বাস্তবায়ন করা হবে।
শফিউল আলম নাদেল বলেন, বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যার শোককে শক্তিতে পরিণত করে, শক্তি থেকে জাগরণ সৃষ্টির মধ্য দিয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মাণের মাধ্যমে এদেশের মানুষের প্রত্যাশা পূরণের পথে আমরা ক্রমশই এগিয়ে যাচ্ছি। করোনা মহামারী সত্বেও আমাদের অগ্রযাত্রার সকল সূচক অব্যাহত আছে।
ডা. প্রেমানন্দ মণ্ডল বলেন, বৃক্ষ রোপন কর্মসূচির মাধ্যমে আমরা বাংলাদেশকে সবুজে সবুজে ভরে তুলবো। বিজ্ঞপ্তি