বালুচরে পাইপ লাইনের উপর বহুতল ভবন ফের জালালাবাদ গ্যাসের উচ্ছেদ অভিযান

9
উচ্চ চাপ বিশিষ্ট গ্যাস পাইপ লাইনের উপর অবৈধ স্থাপনা দ্বিতীয় দফা উচ্ছেদ অভিযান শুরু করেছে জালালাবাদ গ্যাস। বালুচর এলাকায় একটি বিল্ডিং ভাঙ্গা হচ্ছে।

স্টাফ রিপোর্টার :
নগরীতে উচ্চ চাপসম্পন্ন সঞ্চালন লাইনের উপর অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদে ফের অভিযান শুরু করেছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে জালালাবাদ গ্যাস নগরীর বালুচর নয়াবাজার এলাকায় এ অভিযান শুরু করে।
অভিযানের শুরুতেই বালুচর নয়াবাজার এলাকার তিনতলা একটি ভবন ভাঙ্গার কাজ শুরু করে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ। বেশ কিছু শ্রমিক লাগিয়ে শুরু হয় ভবন ভাঙ্গার কাজ। এসময় আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। ওই ভবন ছাড়াও বালুচর এলাকার আরো কয়েকটি ভবন ভাঙ্গা হবে বলে জালালাবাদ গ্যাস সূত্র জানিয়েছে। ওই ভবনগুলোও অবৈধভাবে গ্যাসের উচ্চ চাপসম্পন্ন সঞ্চালন লাইনের উপর বা লাইনের ১০ ফুটের মধ্যে অবৈধভাবে নির্মাণ করা হয়েছে।