জাতির পিতার হত্যাকারীদের ঠাঁই বাংলার মাটিতে হবে না -অধ্যাপক জাকির হোসেন

3
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে অসহায় ও দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করছেন প্রধান অতিথি সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের ঠাঁই এই বাংলার মাঠিতে হবে না। বাংলার জনগণ তাদের বিচার করেছে। বঙ্গবন্ধুর রেখে যাওয়া মহান আদর্শের পথ ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ মধ্য উন্নয়নশীল দেশে পরিণত হচ্ছে। বঙ্গবন্ধু বেঁচে থাকলে ৩০ বছর আগে এদেশ ধনী রাষ্ট্রে পরিণত হতো। তিনি বলেন, বঙ্গবন্ধু অবিসংবাদিত নেতা। তাঁর অসমাপ্ত কাজ তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দূর্বার গতিতে এগিয়ে চলছে।
তিনি গতকাল বৃহস্পতিবার (১৯ আগষ্ট) বিকেলে নগরীর রায়নগরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে অসহায় ও দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জেলা শাখার সভাপতি এইচ.আর শাকিলের সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-অর্থ সম্পাদক রেজাউল হক রাসেল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা শাখার সহ-সভাপতি সৈয়দ মুত্তাকিম আলী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সাইফুর রহমান খন্দকার রানা, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রিপন আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি