মেঠোগাঁয়ে বাড়ি

9

মহিউদ্দিন বিন্ জুবায়েদ :

শহর ছেড়ে একটু দূরে মেঠোগাঁয়ে বাড়ি
সুপারি গাছ মেহগনির বাগান সারি সারি।
আকাশ যেন মিশে গেছে নীল নোয়ানো ছবি
পেঁজামেঘের রেশ কাটিয়ে ওঠে পুবে রবি।

নেই কোলাহল গাঁয়ের মাঝে ওড়ে নানা পাখি
মনের ব্যথা সব ভুলে যাই মেলে দুটি আঁখি।
প্রজাপতি ফড়িং দেখি মন ভরে যায় দিনে
শহর আমার ভাল্লাগেনা গাঁ আমাকে চিনে।

ধানি জমি মাঠের আইল বিলের স্বচ্ছ পানি
হাতছানি দেয় ঝরাপাতা শোন একটুখানি।
বৃষ্টি নামে পাতার ভাঁজে সুখের যেন নদী
শহর ছেড়ে আমার গাঁয়ে আসো তুমি যদি।