সরকারি অনুদান প্রকৃত গরীব মানুষকে দিতে হবে – পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

13
জগন্নাথপুরে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠান ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মো. শাহজাহান মিয়া জগন্নাথপুর থেকে :
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহিলাদের কল্যাণে কাজ করেন। যে কোন সরকারি দপ্তরে অগ্রাধিকার ভিত্তিতে মহিলাদের পদায়ন করা হয়। সেই সাথে প্রধানমন্ত্রী গ্রামের খেঁটে খাওয়া সাধারণ মানুষকে খুব ভালবাসেন। তিনি বলেন, দেশের প্রতিটি অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সহ সকল উন্নয়ন কাজ চলছে।
মন্ত্রী সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, সবার আগে দরিদ্র মানুষকে সেবা দিতে হবে। সরকারি সকল অনুদান প্রকৃত গরীব মানুষকে দিতে হবে। তিনি সরকারের উন্নয়ন কাজে সকলের সহযোগিতা কামনা করেন।
১২ আগষ্ট বৃহস্পতিবার জগন্নাথপুরে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠান ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সাইদ আহমদ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব প্রমূখ।
এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনুপম দাস, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, যুগ্ম-সম্পাদক সুজিত কুমার রায়, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক মাসুম আহমদ, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, ভারপ্রাপ্ত সভাপতি কল্যাণ কান্তি রায় সানি সহ সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী, উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা দলীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় মন্ত্রী অর্ধশতাধিক করোনায় কর্মহীন মানুষকে আর্থিক অনুদান প্রদান করেন।
এর আগে মন্ত্রী নব-নির্মিত জগন্নাথপুর জনস্বাস্থ্য প্রকৌশল ভবন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন। এ সময় অতিথিবৃন্দ সহ সুনামগঞ্জ জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল কাশেম, জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রব সরকার, জগন্নাথপুর পৌরসভার মেয়র আক্তার হোসেন ও সকল পৌর কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। পরে নব-নির্মিত জগন্নাথপুর মুক্তিযোদ্ধা ভবন উদ্বোধন করেন মন্ত্রী। এ সময় অতিথিবৃন্দ ছাড়াও উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমাণ্ডার আব্দুল কাইয়ূম সহ সকল বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। এছাড়া দিন ব্যাপী আরো বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন ও সভায় অংশ গ্রহন করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। এসব অনুষ্ঠানে টানা বৃষ্টি উপেক্ষা করে সর্বস্তরের জনতা উপস্থিত ছিলেন।