এখনই অটোপাসের চিন্তা নয়, নভেম্বর-ডিসেম্বরে এসএসসি ও এইচএসসি পরীক্ষা -শিক্ষামন্ত্রী

4

কাজিরবাজার ডেস্ক :
সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে সরকার চিন্তা-ভাবনা করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। বুধবার মিন্টো রোডের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সার্বিক প্রস্তুতি নিয়ে কাজ করছে সরকার। আগামী সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে সরকার চিন্তাভাবনা করছে। তবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত স্কুল-কলেজ খুলছে না। তিনি আরও বলেন, এখনই অটোপাসের চিন্তা নয়। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে নভেম্বরর-ডিসেম্বরে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেয়া হবে। প্রসঙ্গত, গতবছরের ৮ মার্চ দেশে করোনা সংক্রমণ ধরা পড়ার পর ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এরপর সরকার একাধিকবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিলেও করোনা মহামারী পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় এ সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, আগামী ৩১ আগষ্ট পর্যন্ত সকল ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।