লাফার্জ কর্তৃক খোলাবাজারে ক্রাসিং চুনাপাথর বিক্রির অভিযোগে শিল্প মন্ত্রনালয়ের তদন্ত টিম ছাতকে

5
ছাতকে লাফার্জের বিরুদ্ধে ক্রাশিং চুনাপাথর বিক্রির অভিযোগের তদন্ত করছেন শিল্প মন্ত্রণালয়ের তদন্ত টিম।

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকস্থ লাফার্জ হোলসিম কর্তৃক অভৈধভাবে খোলাবাজারে ক্রাসিং চুনাপাথর বিক্রির অভিযোগে ছাতক ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের দেয়া এক আবেদনের প্রেক্ষিতে শিল্প মন্ত্রণালয়ের এক তদন্ত টিম সরজমিনে তদন্ত ও বিষয়টির উপর শুনানী করেছেন। তদন্ত কমিটির প্রধান শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শিবনাথ রায় সহ তিন সদস্য বিশিষ্ট তদন্ত টিমে ছিলেন বিসিআইসির পরিচালক ও যুগ্ম সচিব বেগম জেসমিন নাহার ও ছাতক সিমেন্ট কারখানার ব্যবস্থাপনা পরিচালক এবং তদন্ত কমিটির সদস্য সচিব এএফএম আব্দুল বারি। রবিবার সকালে ছাতক সিমেন্ট কারখানা গেষ্ট হাউজে এ সংক্রান্ত শুনানী অনুষ্ঠি হয়। শুনানীতে লাফার্জ হোলসিমের পক্ষে প্ল্যান্ট ম্যানেজার হারপাল সিং, ফাইন্যান্স ম্যানেজার কায়রুল আমিন ও হেড অব অপারেশন অরুন কুমার সাহা অংশ গ্রহন করেন। শুনানীতে জ্যেষ্ঠতার ভিত্তিতে লাফার্জ হোসিমের সিএফও ইকবাল চৌধুরী, লিগ্যাল ডাইরেক্টর মিজানুর রহমানচীপ কর্পোরেট অ্যাপেয়ার্স অফিসার আসিফ ভূঁইয়া উপস্থিত থাকার কথা থাকলেও তারা আসেননি। ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের পক্ষে শুনানীতে অংশ গ্রহণ করেন পরিষদের আহবায়ক, ছাতক লাইষ্টোন ইম্পোর্টার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের প্রেসিডেন্ট, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজের পরিচালক ও এফবিসিসিআই’র ভূমি মন্ত্রণালয় কমিটির চেয়ারম্যান আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী, ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব হাজী আবুল হাসান, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি ফজলু মিয়া চৌধুরী, ছাতক লাইষ্টোন ইম্পোর্টার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের সেক্রেটারী অরুন দাস, লেবার শ্রমিক ইউনিয়নের সভাপতি ওয়ারিছ আলী।
লাফার্জ হোলসিম কর্তৃক অভৈধভাবে খোলাবাজারে ক্রাসিং চুনাপাথর বিক্রিতে ছাতকের ঐতিহ্যবাহী চুনাপাথর ও পাথর ব্যবসায় নেতিবাচক প্রভাবের বিষয়টি তুলে ধরে তদন্ত কমিটির কাছে সাক্ষাতকার প্রদান করেন ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কাজী আনোয়ার মিয়া আনু, পৌর কাউন্সিলর ইরাজ মিয়া ও হাজী নাজিমুল হক। এ সময় ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিনসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তদন্ত শেষে এ সংক্রান্ত বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা পর্যালোচনা করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তদন্ত টিমে থাকা কর্মকর্তাগণ। এ পযন্ত কোনধরনের বিশৃঙ্খলা না করার পরামর্শও দেন কর্মকর্তারা।