গৃহকর্মী নিয়োগে সতর্কতা

13

গৃহকর্মীর শ্রম বিনিয়োগ অনেক পরিবারের আবশ্যক একটি কর্মযোগ। শব্দটি বহু পুরনো এবং প্রাসঙ্গিক একটি পর্যায়ও বটে। তবে সময়ের পরিবর্তন আর যুগ ও কালের চাহিদায় গৃহ শ্রমিকের ভূমিকা এবং প্রয়োজনীয়তার ওপরও এসেছে নব সংযোজন। এক সময়ের একান্নবর্তী পরিবারে গৃহকর্মীর অবস্থান আর আজ আধুনিক যুগের নতুন সময়ের আবেদনে যে ব্যাপক রদবদল তাও অস্বীকার করার উপায় নেই। সেই পুরনো আমলে গৃহকর্মীরা আজীবন পরিবারের সদস্য হিসেবে বিবেচিত হতো। তাদের কর্মক্ষমতা হ্রাস পাওয়ার পরও গৃহকর্তা ও কর্ত্রী জীবনভর ভরণপোষণের দায়িত্ব নিতেন। তবে সব ক্ষেত্রে নয়। নারী সমাজ যখন শিক্ষার আলোকিত জীবন নিয়ে কর্মক্ষেত্রে অনুপ্রবেশে ব্রতী হয়, তেমন সন্ধিক্ষণে সাংসারিক কাজকর্মের ওপরও পড়ে এক অযাচিত সঙ্কট। সঙ্গত কারণেই চাকরিজীবী স্ত্রী কিংবা মা তাদের পরিবারকে সামলে রাখার জন্য রাত-দিনের গৃহ শ্রমিকের প্রয়োজন পড়ে। শুধু সংসার নয়, সন্তানদের দেখভালের দায়িত্বও বর্তায় গৃহকর্মীর ওপর। এমন সব পরিবারে গৃহকর্মীর নির্যাতন থেকে শুরু করে হত্যার মতো বীভৎস ঘটনাও ঘটে থাকে। এমন একটি ভয়ঙ্কর সংবাদ উঠে এসেছে সংবাদমাধ্যমে। অনলাইনভিত্তিক এক সংঘবদ্ধ চক্র গৃহকর্মী সরবরাহের বিনিময়ে অর্থসম্পদ লোপাট করার কাজে নিযুক্ত থাকে। খোদ রাজধানীতেই শতাধিক ভয়ঙ্কর গৃহকর্মী সক্রিয়ভাবে নিযুক্ত আছে গৃহকর্তার সর্বনাশ করতে। বাসা বাড়িতে গৃহকর্মী দেয়ার মধ্য দিয়ে সক্রিয় সংঘবদ্ধ চক্র নানাভাবে অর্থসম্পদ হাতিয়ে নিতে মরিয়া হয়ে ওঠে। বাসাবাড়ির মালামাল আত্মসাত করতে তারা গৃহকর্তা-কর্ত্রীকে হত্যা করতেও পিছপা হয় না। ২০১৯ সালে রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসায় খুন হয়েছিলেন ইডেন মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন। তার এ হত্যার দায় পড়েছিল দুই গৃহকর্মী রেশমা ও স্বপ্নার ওপর। যাদের দুজনকেই এ নিহত গৃহকর্ত্রী নতুন নিয়োগ দিয়েছিলেন মাত্র কিছুদিন আগে। বর্তমানে নিম্ন আদালতে দুজনেরই ফাঁসির রায় হয়েছে। এমন অপ্রীতিকর ঘটনা ঘটে যাচ্ছে বারবার। অনলাইনের মাধ্যমে গৃহকর্মী নিয়োগ দিয়ে বাড়ির স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনাও অহরহ উঠে আসছে। এই সংঘবদ্ধ চক্রের যোগসাজশে গৃহকর্মীরা প্রথমেই গৃহমালিকদের চেতনানাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে দেয়। পরবর্তীতে আলমারিতে রাখা লাখ লাখ টাকা এবং অনেক স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনাও হতবাক হওয়ার মতোই। আবার অনেক সম্পন্ন মানুষ গৃহকর্মীর ছদ্মবেশে কোন পরিবারে কাজে যোগ দেয়। সেক্ষেত্রে গৃহকর্মী নিয়োগের আগে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন পরিস্থিতির অনিবার্য দাবি। যেহেতু এমন রোমহর্ষক ঘটনা প্রায়ই গণমাধ্যমে উঠে আসছে। সেখানে সচেতন দায়বদ্ধতায় আরও কঠোর নজরদারি জরুরী। যেমন- জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং পরিচয়পত্রের অনুমোদনকারী ও যথার্থ শনাক্তকরণের মধ্য দিয়ে গৃহকর্মী নিয়োগ নিজেদের সুরক্ষার স্বার্থেই জরুরী।