জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন

10

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ২০২১ পালন উপলক্ষ্যে দেশের সকল উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ প্রেক্ষাপটে জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় সিলেট মহানগর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের অংশগ্রহণে সংগীত, আবৃত্তি ও ৭ মার্চের ভাষণ উপস্থাপন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতা মোট দুটি গ্রুপে অনুষ্ঠিত হবে। তন্মধ্যে ‘ক’ বিভাগ : ১ম থেকে ৭ম শ্রেণি এবং ‘খ’ বিভাগ : ৮ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত। সংগীত (একক) বিষয়ে বঙ্গবন্ধুকে নিয়ে গান/ মুক্তিযুদ্ধের গান/ দেশাত্মবোধক গান/ গণসংগীত; আবৃত্তি (একক) বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা/ মুক্তিযুদ্ধ/ দেশাত্মবোধক/ শিশুতোষ বিষয়ক কবিতা এবং ৭ মার্চের ভাষণ উপস্থাপন (অংশবিশেষ : সর্বোচ্চা ৫ মিনিট) বিষয়ে অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে। সিলেট মহানগর এলাকার আগ্রহী প্রতিযোগীরা যে বিষয়ে অংশগ্রহণ করতে আগ্রহী সে বিষয়ের ভিডিও ধারণ করে আগামী ৯ আগস্ট বিকাল ৫টার মধ্যে ইমেইলে  (shilpakalasylhet@gmail.com)  রেকর্ডকৃত ভিডিওটি প্রেরণ করতে হবে। ইমেইলে ভিডিও প্রেরণের সময় সিলেট মহানগর পর্যায় উল্লেখসহ প্রতিযোগিতার বিষয়, প্রতিযোগীর নাম, শ্রেণি, শিক্ষা প্রতিষ্ঠান ও মোবাইল নাম্বার আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে। একজন প্রতিযোগী একাধিক বিষয়ে অংশগ্রহণ করতে পারবে। প্রতিযোগিতাটি দেশের সকল উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে। মহানগর পর্যায়ে প্রতি বিভাগ ও বিষয়ের ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হবে এবং তারা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এখানে উল্লেখ্য যে, আগামী ১০ আগষ্ট এর মধ্যে সিলেট জেলার সকল উপজেলা পর্যায়ে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। আগ্রহীদের সংশ্লিষ্ট উপজেলার উপজেলা নির্বাহী অফিসারের অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।