অপরিচিতা

15

জান্নাতুল মাওয়া মিম :

পদ্ম পুকুরের পাশে বসে যখন
দেখেছি হংসরাজের জলকেলি,
সহসা মোর কাড়িয়াছে মন
মায়াবিনী এক নারী।

মাঝে মাঝে তব পাহিয়াছি দেখা
নিত্য পাইনি দেখিতে,
মন করে মোর বড় আনচান
মোর অপরিচিতার প্রেমেতে।

ওহে অপরিচিতা,
তুমি কি জানো তোমার
মনে আমারই বসবাস!
তবো কেন পাইনি কভু
প্রেমেরও আভাস?

সত্যি বলছি কভু দেখতাম না
তোমারও স্বপন!
বাসতাম না তোমায় ভালো,
থাকিতে তুমি তোমারি মতোন
আর আমি অগোছালো।

অনেক কিছু যেতো পাল্টে
যদি তুমি থাকতে পাশে,
ভাঙতে পারতো অনেক ভুল
হয়তো অবশেষে।