আমার দেশ

6

শাহানাজ পারভীন শিউলি :

সবুজ শ্যামল মাঠ ফসলে
ঘেরা সোনার দেশ,
স্বপ্ন আঁকা মায়ার জালে
জড়িয়ে থাকে বেশ।

সাগর,নদী ঝরনা ধারা
চলে আপন ধায়,
মমতামাখা শিশির বিন্দু
জড়িয়ে থাকে পায়।

জুঁই, চামেলি, হাসনাহেনা
ফোঁটে বনে ফুল,
ময়না, দোয়েল, কোকিল গানে
মন করে আকুল।

নীল আকাশে রঙের খেলা
ডেকে ডেকে যায়,
খেলবি কারা তুলোরাশি
মেঘের সাথে আয়।

চন্দ্র, সূর্য, গ্রহ,তারা
ছড়াই আলোর ধারা,
ভায়ের, বোনের আদর স্নেহে
মন যে পাগল পারা।

শাপলা- শালুক বিলে-ঝিলে
থোকা থোকা ভাসে,
জোছনা মাখা একফালি চাঁদ
মায়ের মুখে হাসে।

সবুজ ঘেরা উঁচু পাহাড়
স্বপ্ন চোখে আনে,
মায়ের বুকের ভালবাসা
নিরব মায়ায় টানে।

এ দেশেতে জন্ম নিয়ে
মরব হাজার বার,।
এ দেশ আমার জন্মভুমি
আমার অহংকার।