মাতৃদুগ্ধ সপ্তাহে ওসমানীনগর-বালাগঞ্জে সূূূূচনার নানা আয়োজন

3

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
শিশুর হাসি মায়ের খুশি।শিশুর সেই ঝলমলে হাসির প্রথম ধাপ হলো মাতৃদুগ্ধ। সঠিক নিয়মে শিশুকে বুকের দুধ খাওয়ালে শিশু ও মা উভয়েরই স্বাস্থ্য ভালো থাকে। শিশুকে মায়ের দুধ খাওয়ানোর ক্ষেত্রে অগ্রগতি ফারাককে সূচিত করার লক্ষ্যে মাতৃদুদ্ধ সপ্তাহ উপলক্ষে ওসমানীনগর-বালাগঞ্জ উপজেলায় আরডিআরএস বাংলাদেশের সূচনা কর্মসূচি আয়োজন করেছে নানা অনুষ্ঠানের। ‘প্রটেক্ট ব্রেস্টফিডিং,এ শেয়ারড রেসপনসিবিলিটি’র প্রতিপ্রাদ্যে দুধ পানে সচেতণতা বাড়াতে সূচনা প্রকল্পের পক্ষ থেকে দুই উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স্র ও কমিউনিটি ক্লিনিকগুলোতে সচেতনতামূলক সভা, উপজেলা জোড়ে প্রচার মাইকিংসহ গ্রাম পর্যায়ে ওয়ান টু ওয়ান কাউন্সিলিং কার্যক্রম। পাশাপাশি সূচনার কর্মসূচির পক্ষ থেকে করোনা প্রতিরোধ সচেতনতা সৃষ্টি ও টিকাদানে উৎসাহিত করার কাজ চলমান রয়েছে বলে জানা গেছে। মাতৃদুগ্ধ সপ্তাকে ঘিরে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে আলোচনা সভা ও বুধবার ওসমানীনগরের মান্দারুকা কমিউনিটি ক্লিনিকে অনুষ্ঠিত হয়েছে মাঠ পর্যায়ের কাউন্সিলিং সেশন। পৃথক পৃথক সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এস এম শাহরিয়ার, আরএমও ডা: মামুনুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ, সূচনার উপজেলা সমন্বয়কারী মোঃ মিজানুল হক, নিউট্রিশন অফিসার সাদিয়া আক্তার, ঝন্টু লাল পাল, ইউনিয়ন কো-অডিনেটর হুমায়ুন কবির সিএইচসিপি মঞ্জু পালসহ আরও অনেকে। পৃথক পৃথক অনুষ্ঠানে উপজেলা উপজেলা স্বাস্থ্য বিভাগ ও সূচনা প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ছাড়াও সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।