কোম্পানীগঞ্জে শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন

6

কোম্পানীগঞ্জ থেকে সংবাদদাতা :
যথাযথ স্বাস্থ্যবিধি মেনে নানা কর্মসূচির মধ্যে দিয়ে কোম্পানীগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং ভার্চুয়াল আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন। সকাল ১০টায় শেখ কামালের স্মৃতিচারণে ভার্চুয়াল আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ হলরুমে প্রশাসনের আয়োজনে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুসা নাসের চৌধুরী, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বদিউজ্জামাল।
এসব কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলী আমজদ, সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শফি উদ্দিন রেনু, মুক্তিযোদ্ধা আব্দুল আহাদ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস, কৃষি অফিসার আব্দুর রাজ্জাক, প্রাণী সম্পদ অফিসার ডাক্তার শরিফুল আলম, মৎস্য অফিসার আল ইমরান, প্রাথমিক শিক্ষা অফিসার জহিরুল হক, আইসিটি অফিসার নাইম হাসান, যুব উন্নয়ন অফিসার আব্দুল মান্নান, পল্লী বিদ্যুতের ডিজিএম সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগের আহ্বায়ক হাজী আলাউদ্দিন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানা প্রমুখ।