সিসিকের ৮১টি কেন্দ্রে শনিবার থেকে একযোগে করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু

98

সিন্টু রঞ্জন চন্দ :
সিলেট সিটি কপোরেশনের ৮১টি কেন্দ্রে পরশু (৭ আগষ্ট) শনিবার থেকে একযোগে মহামারি করোনাভাইরাসের (কোভিট-১৯) সংক্রমণ রোধ করতে সরকার গণহারে টিকাদানের কর্মসূচী শুরু করতে যাচ্ছে। এসব কেন্দ্রে শনিবার থেকে শুরু হয়ে চলবে ৭ দিন এ টিকাদান কর্মসূচী। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি কপোরেশনের মনিটরিং এন্ড কোয়ালিটি এমুরেন্স অফিসার হুসেন আহমদ।
তিনি বলেন, প্রতিদিন সকাল ৯টা হতে বিকেল ৩টা পর্যন্ত ১৮ বছর বয়স থেকে তোউর্ধো যে কোন নারী-পুরুষ যুক্তরাষ্ট্রের মডার্নার এ টিকা নিতে পারবেন। টিকা দিতে উৎসকরা অবশ্যই টিকাদান কেন্দ্রে যাওয়ার আগে জাতীয় পরিচয় পত্রের ২ কপি ফটো কপি সাথে নিয়ে যেতে হবে।
যেসব ৮১টি কেন্দ্রগুলোতে করোনাভাইরাসের টিকা নিতে হবে তা হচ্ছে, সিলেট সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের কাউন্সিলর কার্যালয় দরগা মহল্লা, ১নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর এড. সালমা সুলতানার কার্যালয় রাজারগলি, পায়রা ৪৫ মুজিবুর রহমান একাডেমী, চৌহাট্টা রেডক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল, দাড়িয়াপাড়া সরময় মেমোরিয়েল উচ্চ বিদ্যালয়, ৩নং ওয়ার্ডের কাউন্সিলরের অফিস মুন্সিপাড়া, কাজলশাহ রাধারাণী সরকারী প্রাথমিক বিদ্যালয়, কেওয়াপাড়া শ্রীহট্ট সংস্কৃত কলেজ, কাউন্সিলর রেজাউল হাসান লোদী কার্যালয়, হাউজিং এস্টেট-২, মজুমদারী সূর্যের হাসি ক্লিনিক, আম্বরখানা বড়বাজার কাউন্সিলর রেওয়ান আহমদের কার্যালয়, শাহী ঈদহাহ এভারগ্রীন কিল্ডারগার্ডেন, সৈয়দা মইনুদ্দীন নগর স্বাস্থ্য কেন্দ্র, চৌকিদেখী-১ কাউন্সিল ফরহাদ চৌধুরী শামিমের কার্যালয়, চৌকিদেখী-২ কাউন্সিল ফরহাদ চৌধুরী শামিমের কার্যালয়, চৌকিদেখী-৩ কাউন্সিল ফরহাদ চৌধুরী শামিমের কার্যালয়, পীরমহল্লা-১ কাউন্সিলর আফতাব হোসেন খানের কার্যালয়, মজুমদার হলিসিটি পাবলিক স্কুল এন্ড কলেজ, সুবিদবাজার বনকলাপাড়া বিট পুলিশিং কার্যালয়, সিটি মডেল স্কুল এন্ড কলেজ, আখালিয়া বিরেশ চন্দ্র নগর স্বাস্থ্য কেন্দ্র, সানরাইজ কমিউনিটি সেন্টার, বাগবাড়ী বর্ণমালা নগর স্বাস্থ্য কেন্দ্র, পাঠানটুলা দ্বি-পাক্ষিক হাই স্কুল, মদিনা মার্কেট বিদ্যানিকেতন স্কুল, ঘাসিটুলা বেতেরবাজার কাউন্সিলর মো: তারেক উদ্দিনের কার্যালয়, ঘাসিটুলা সরকারী প্রা: বিদ্যালয়, লামাপাড়া জালালাবাদ স্কুল এন্ড কলেজ, লালাদীঘিরপার-১ কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক, লালাদীঘিরপার-২ কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক, মধুশহীদ সরকারী প্রা: বিদ্যালয়, শেখঘাট সূর্যের হাসি ক্লিনিক-১, শেখঘাট সূর্যের হাসি ক্লিনিক-২, শেখঘাট সূর্যের হাসি ক্লিনিক-৩, ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর কার্যালয়, মাছুদীঘিরপার সিলেট সমাজ কল্যাণ সংস্থা, তোপখানা নগর স্বাস্থ্য কেন্দ্র, ছড়ারপার-১ কাউন্সিলর নজরুল ইসলাম মুমিনের কার্যালয়, ছড়ারপার-২ কাউন্সিলর নজরুল ইসলাম মুমিনের কার্যালয়, কালিঘাট পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়, ধোপাদীঘিরপার বিনোদিনী নগর মাতৃসদন কেন্দ্র, মিরাবাজার-১ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ, মিরাবাজার-২ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ, নয়াসড়ক-১ কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়, নয়াসড়ক-২ কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়, কাজিটুলা-১ সূর্যের হাসি ক্লিনিক, কাজিটুলা-২ সূর্যের হাসি ক্লিনিক, শাহী ঈদগাহ শাহীন স্কুল, কুমারপাড়া মেয়র আরিফুল হক চৌধুরী, আগপাড়া কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান, রায়নগর রাজবাড়ী এড. আতিকুর রহমান সাবু, রায়নগর কাউন্সিলর এসএম শওকত আমিন তৌহিদ, বখতিয়ার বিবি সরকারী প্রা: বিদ্যালয়, শাহী ঈদগাহ শাহমির সরকারী প্রা: বিদ্যালয়, সাদীপুর-১ সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়, সাদীপুর-২ সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়, দেবপাড়া নবীণ চন্দ্র সরকারী প্রা: বিদ্যালয়, শিবগঞ্জ সোনারপাড়া সরকারী প্রা: বিদ্যালয়, শিবগঞ্জ সৈয়দ হাতিম আলী সরকারী প্রা: বিদ্যালয়, রাজপাড়া সূর্যের হাসি ক্লিনিক, শাহজালাল উপশহর শাহজালাল স্কুল ব্লক বি, শাহজালাল উপশহর আই ব্লক আই একাডেমী, শাহজালাল উপশহর ডি-ব্লক আদর্শ বিদ্যালয়, মাজিমপুর সরকারী প্রা: বিদ্যালয়, মেন্দিবাগ আব্দুল হামিদ সরকারী প্রা: বিদ্যালয়, শাহজালাল উপশহর নগর স্বাস্থ্য সীমান্তিক কমপ্লেক্্র, কুশিঘাট গাজী বুরহান উদ্দিন মাদ্রাসা, টুলটিকর সরকারী প্রা: বিদ্যালয়, তেররতন ওমরশাহ সরকারী প্রা: বিদ্যালয়, খোজারখলা আদর্শ সরকারী প্রা: বিদ্যালয় সংঘ-১, খোজারখলা আদর্শ সরকারী প্রা: বিদ্যালয় সংঘ-২, কায়েস্তরাইল সমাজ কল্যাণ সমিতি, কদমতলী-১ কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বক্স লিপনের কার্যালয়, কদমতলী-২ কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বক্স লিপনের কার্যালয়, কদমতলী নগর স্বাস্থ্য কেন্দ্র, গোটাটিকর ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো: আজম খানের কার্যালয়, গোটাটিকর নগর স্বাস্থ্য কেন্দ্র, হবিনন্দী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও টিবিগেইট আরটিএম।
এ ব্যাপারে গতকাল রাতে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমনের সাথে বার বার মুঠোফোনে যোগযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
এছাড়া সিটি কর্পোরেশনের পাশাপাশি শনিবার ৭ আগষ্ট থেকে প্রতিটি ইউনিয়ন ওয়ার্ডে করোনাভাইরাসের সংক্রমণের সরকারী গণহারে টিকাদানের কর্মসূচী চলবে।