ছাতকে নৌ পুলিশের করা মামলায় পৌর কাউন্সিলরসহ ৫ জন আটক

3

ছাতকে নৌ-পুলিশের উপর হামলার মূল হোতা, মামলায় প্রধান আসামী পৌর কাউন্সিলর তাপস চৌধুরীসহ ৫ জনকে আটক করেছে র‌্যাব। সোমবার রাতে ঢাকা উত্তরা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে ছাতকে নৌপুলিশের মামলার এজহারভুক্ত পলাতক আসামীদেরকে র‌্যাব আটক করে। তথ্যমতে সুনামগঞ্জের ছাতকে নৌ-পুলিশের উপর অতর্কিত হামলা, ১১টি মোবাইল, ৪টি হাতকড়া লুট ও নৌ-পুলিশের ওসি-এসআইসহ ৬ পুলিশ সদস্যকে চেলা নদীতে ফেলে মারধরের ঘটনায় ছাতক পৌর কাউন্সিলর তাপসসহ ২৬ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছিল। গত ৭ জুলাই (মঙ্গলবার ) নৌ পুলিশের এস.আই হাবিবুর রহমান বাদী হয়ে ছাতক থানায় মামলাটি দায়ের করেছিলেন। মামলা নং (৩) (৫(৭)২১)।
গ্রেফতারকৃতরা হলেন, পৌর শহরের মন্ডলীভোগ কালিবাড়ি গ্রামে মৃত গোপিক রঞ্জন চৌধুরীর ছেলে পৌর কাউন্সিলর তাপস চৌধুরী (৪৫),বাগবাড়ি গ্রামে আব্দুল কাহার রঞ্জু ছেলে সাদমান মাহমুদ সানি (৩০), কালারুকা ইউনিয়নের মুক্তিগাঁও গ্রামের উস্তার আলীর ছেলে বোমাকারক আলাউদ্দিন (৫১), ইসলামপুর ইউনিয়নের নোয়াগাও গ্রামে মৃত ফরিদ আহমদের ছেলে হাজি বুলবুল আহমদ (৪৬) পৌর শহরের বাগবাড়ি গ্রামে মৃত তেরা মিয়া চৌধুরী ছেলে কুহিন চৌধুরী (৪১)। (খবর সংবাদদাতার)