করোনাকালে রাজনীতি হচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়ানো – অধ্যাপক জাকির

4
অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গণমানুষের নেতা অধ্যাপক জাকির হোসেন বলছেন, করোনাকালের আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে গরীব-অসহায় মানুষের পাশে দাঁড়ানো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সারাদেশের ন্যায় সিলেট মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছে। একইভাবে বিভিন্ন সামাজিক সংগঠন কাজ করে যাচ্ছে। পিছিয়ে নেই প্রবাসী ভাই ও বোনেরা মানুষের পাশের থেকে মানুষকে সহযোগীতা করছে। আমাদের প্রত্যেকের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো।
মঙ্গলবার (৩ জুলাই) বিকেলে সিলেট নগরীর ৪ নং ওয়ার্ডে সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য, সদর যুবলীগের এর সাবেক সভাপতি মজুমদারী ৪নং ওয়ার্ড এর সাধারণ সম্পাদক (যুক্তরাষ্ট্র) মিশিনগান স্টেইট আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর আহমদ আলীর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, নগরীর ৪নং ওয়ার্ডের পঞ্চায়েত কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বজলুর রহমান বাবুল, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সদস্য আজম খান, বিশিষ্ট সমাজসেবক মঞ্জুরুল ইসলাম, সদর থানা যুবলীগের সাবেক ক্রীড়া সম্পাদক শেখ দুলাল আহমদ, মহানগর যুবলীগের সাবেক সিনিয়র সদস্য ফারুকুল ইসলাম, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক মো: দিদার খান পাপলু, সমাজসেবক মো: সুন্নত হোসেন খান, আজিজুর রহমান অর্নব, আতাউর রহমান রাহাত, ওবাইদুর রহমান পুলক প্রমুখ। বিজ্ঞপ্তি