তাহিরপুরে নিষেধাজ্ঞা অমান্য করায় ১৪ জনকে জরিমানা

5

তাহিরপুর থেকে সংবাদদাতা :
সরকারি বিধিনিষেধ অমান্য করায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে ভ্রাম্যমান আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়।
রবিবার (১ আগষ্ট) লকডাউন কার্যকর এবং চলমান বিধিনিষেধ বাস্তবায়নে উপজেলার বাদাঘাট বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলাউদ্দিন ও জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপংকর বর্মন মোবাইল কোর্ট (ভ্রাম্যমান আদালত) পরিচালনা করেন। এ সময় ১৪টি মামলায় (১৪জনকে) মোট ৭ হাজার দুইশত টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতে পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলাউদ্দিন গণমাধ্যমকে জানান, স্বাস্থ্য বিধি না মানায় মোবাইল মোর্ট পরিচালনা করা হয়। স্বাস্থ্যবিধি প্রতিপালনে এ অভিযান অব্যহত থাকবে।