কোম্পানীগঞ্জে ধলাই নদীতে বালু তুলতে গিয়ে শ্রমিকের মৃত্যু

6

কোম্পানীগঞ্জ থেকে সংবাদদাতা :
কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীর লিজ বহির্ভূত ইসলামগঞ্জ বুধবারী বাজার এলাকা থেকে অবৈধ পন্থায় বালু উত্তোলন করতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম শাহজাহান (৩২)। সে উপজেলার টুকেরগাঁও গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। শুক্রবার (৩০ জুলাই) দুপুর ১.৩০ মিনিটে ইসলামগঞ্জ বুধবারী বাজার সংলগ্ন নদীতে এই ঘটনা ঘটে। সিলেট থেকে ফায়ারসার্ভিসের ডুবুরি দল এসে বিকেল ৫ টায় লাশ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, লিস্টার মেশিন দিয়ে বালু উত্তোলন করার সময় লিস্টারের শ্রমিক শাহজাহান পানির নিচে গিয়ে লিস্টারের পাইপের জ্যাম ছাড়ানোর সময় মাটি ধসে নিহত হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল জানান, নদীতে লিস্টার মেশিন দিয়ে বালু উত্তোলন করার সময় মাটি ধসে একজন নিহত হয়েছে। লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।