৫ আগষ্ট পর্যন্ত বন্ধ ভারত-বাংলাদেশ সীমান্ত

2

কাজিরবাজার ডেস্ক :
করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতির কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্ত দিয়ে চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক দফা বাড়িয়েছে সরকার। আরও ৫ দিন বাড়িয়ে ৫ আগষ্ট পর্যন্ত স্থলসীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গণমাধ্যমকে এ তথ্য জানান।
এর আগে করোনা পরিস্থিতিতে ভারতের সঙ্গে গত ২৬ এপ্রিল প্রথম দফায় সব স্থল সীমান্ত বন্ধ ঘোষণা করে সরকার। এরপর আরও পাঁচ দফায় ১৪ জুলাই পর্যন্ত সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশ অনুযায়ী আগামী ৩১ জুলাই পর্যন্ত আরো এক দফা বাড়ানো হয়। সর্বশেষ ভারত বাংলাদেশ সীমান্ত বন্ধের মেয়াদ আরও এক দফা বাড়িয়ে ৫ আগষ্ট পর্যন্ত সীমান্ত বন্ধ ঘোষণা করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।