দিরাইয়ে স্বাস্থ্যবিধি ও বিধিনিষেধ অমান্য করায় জরিমানা

4

দিরাই থেকে সংবাদদাতা :
দিরাইয়ে স্বাস্থ্যবিধি ও কঠোর বিধিনিষেধ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা এবং স্বাস্থ্যবিধি না মানায় ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ১৭টি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (২৬ জুলাই) দুপুরে পৌর শহরের সেন মার্কেট, হাসপাতাল রোড ও কলেজ রোডের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সংক্রমণ রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ ও দণ্ডবিধি ১৮৬০ মোতাবেক ১৭টি মামলায় এ জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন।
এ সময় উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানকালে বিধিনিষেধের আওতাভুক্ত নয় এমন ব্যবসায়ীদের সর্তক করে স্বাস্থ্যবিধি মেনে বেচা-কেনা করার পরামর্শ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক।