করোনা মোকাবেলায় জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তারা মাঠে

1
জগন্নাথপুরে লকডাউনে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠে।

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
মহামারি করোনা মোকাবেলায় জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠে নেমেছেন। ২৫ জুলাই রবিবার দুই উপজেলায় করোনা সংক্রমন প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রচারণা ও বাজার মনিটরিং করা হয়। জনসচেতনতা আরো বৃদ্ধি ও স্বাস্থ্যবিধি মেনে চলার লক্ষ্যে চালানো হয় ব্যাপক প্রচারণা। চলমান লকডাউনে ঘরের বাহির না হওয়া, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং অতি প্রয়োজনে ঘরের বাহির হতে হলে অবশ্যই মাস্ক পরিধান করার জন্য জনসাধারণকে উদ্বুদ্ধ করা হয়।
এ সময় মেজর জেনারেল আবুল হাসনাত মোঃ খাইরুল বাশার, সুনামগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মেসবাহ উদ্দীন আহমেদ, জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার উজ জামান সহ সেনাবাহিনী ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।