ভাটিপাড়া ইউনিয়ন ফ্রেন্ডশিপ ফরএভার এসোসিয়েশনের পুনর্মিলনী সম্পন্ন

10
ভাটিপাড়া ইউনিয়ন ফ্রেন্ডশিপ ফরএভার এসোসিয়েশনের আয়োজনে পুনর্মিলনী অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র এবং প্রখ্যাত চিকিৎসক ডা. এম ইউ কবির চৌধুরীর রাষ্ট্রের সর্বোচ্চ পদক স্বাধীনতা পদক পাওয়ায় তার অনুপস্থিতিতে ভাতিজা মাহবুবুল আলম চৌধুরীর রিংকুর হাতে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ।

সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ভাটি অঞ্চলের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ ভাটিপাড়া উচ্চ বিদ্যালয়ের ২০০৪ ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন ভাটিপাড়া ইউনিয়ন ফ্রেন্ডশিপ ফরএভার এসোসিয়েশনের আয়োজনে পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ২২ জুলাই ভাটিপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে স্বাস্থ্যবিধি মেনে এ অনুষ্ঠান পালন করা হয়।
অনুষ্ঠানে ভাটিপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং প্রখ্যাত চিকিৎসক ডা. এম ইউ কবির চৌধুরী রাষ্ট্রের সর্বোচ্চ পদক স্বাধীনতা পদক পাওয়ায় তাঁর অনুপস্থিতি ভাতিজা মাহবুবুল আলম চৌধুরী রিংকুর সম্মননা স্মারক তুলে দেওয়া হয়।
ভাটিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান কাজীর সভাপতিত্বে ও প্রাক্তন শিক্ষার্থী মাহবুবুল আলম চৌধুরী রিংকুর এবং সুহেল আহমদ এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তরুণ সমাজসেবক এবং সংগঠক সৈয়দ তানজিল আহমেদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাতিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজিদুল ইসলাম, ভাটিপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলাম, ভাটিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, মধুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর তালুকদার, ভাটিপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চৌধুরী সিরাজ, ভাটিপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আওয়ামীলীগ নেতা রুহুল আমিন তালুকদার, ভাটিপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য শাহ আলম দ্বীপ, ভাটিপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সানোয়ার কাজী। বিজ্ঞপ্তি